Saturday, May 31, 2014

উত্তর প্রদেশে ধর্ষণ ‘ক্ষতিপূরণ নয় বিচার চাই’

উত্তর প্রদেশে ধর্ষণ

‘ক্ষতিপূরণ নয় বিচার চাই’


ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে গতকাল উত্তর প্রদেশের এলাহাবাদে বিক্ষোভ করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নারী শাখার কর্মীরা৷ তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কুশপুত্তলিকা দাহ করেন l ছবি: রয়টার্সধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে গতকাল উত্তর প্রদেশের এলাহাবাদে বিক্ষোভ করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নারী শাখার কর্মীরা৷ তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কুশপুত্তলিকা দাহ করেন l ছবি: রয়টার্সভারতের উত্তর প্রদেশে গণধর্ষণের পর হত্যার শিকার দুই কিশোরীর একজনের বাবা সরকারের ক্ষতিপূরণের প্রস্তাবের সমালোচনা করেছেন৷ তিনি বলেছেন, ‘ক্ষতিপূরণ আমার দরকার নেই, আমার মেয়ে হত্যার বিচার চাই৷ তাঁরা আমার মেয়েকে ফাঁস দিয়ে হত্যা করেছে, আমিও তাঁদের ফাঁসি চাই৷’ খবর এনডিটিভির৷
এদিকে, নিহত কিশোরীর পরিবারের এক প্রতিবেশী জানিয়েছেন, তাঁদের বক্তব্য পরিবর্তনের জন্য পুলিশ চাপ দিচ্ছে৷ এই অবস্থায় ধর্ষণ ও হত্যার ঘটনার ন্যায়বিচার নিয়ে তাঁদের মধ্যে সংশয়ের সৃষ্টি হয়েছে৷
রাজ্যের বাদাউন শহরের কারতা গ্রামের ওই ব্যক্তির ১৫ বছরের কিশোরী মেয়ে ও মেয়েটির চাচাতো বোন (১৪) গত মঙ্গলবার রাতে নিখোঁজ হয়৷ পরদিন গ্রামের একটি গাছে তাঁদের লাশ ঝুলে থাকতে দেখা যায়৷ লাশের ময়নাতদন্তে দুজনকে ধর্ষণের পর হত্যার প্রমাণ মেলে৷ এ ঘটনার পর গতকাল শনিবার পর্যন্ত পাঁচজন গ্রেপ্তার হয়েছে৷ এঁদের মধ্যে দুজন পুলিশ সদস্যও আছেন৷
কিশোরীদের পরিবারের অভিযোগ, পুলিশ যথাসময়ে ব্যবস্থা নিলে কিশোরীদের জীবিত উদ্ধার করা যেত৷ তারা থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ প্রথমে গ্রহণ করেনি৷ পরে এলাকাবাসীর চাপে তারা ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা নেয়৷
দুই কিশোরীকে গণধর্ষণের পর হত্যার প্রতিবাদ ও অপরাধীদের বিচারের দাবিতে গতকাল শনিবার রাজধানী নয়াদিল্লি ও উত্তর প্রদেশসহ বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ হয়েছে৷ উত্তর প্রদেশের এলাহাবাদে ভারতীয় জনতা পার্টির নারী কর্মীরা বিক্ষোভ করেন৷ এ সময় তাঁরা প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বিরুদ্ধে স্লোগান দেন ও তাঁর কুশপুত্তলিকা দাহ করেন৷
রাহুলের সাক্ষাৎ: ভারতীয় কংগ্রেস পার্টির সহসভাপতি রাহুল গান্ধী গতকাল উত্তর প্রদেশে গণধর্ষণের পর হত্যার শিকার দুই কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন৷ এ সময় রাহুলের সঙ্গে ছিলেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও তাঁর একান্ত সহযোগী মধুসূদন মিস্ত্রি৷

No comments:

Post a Comment