| জনজরিপ ও জনভাবনা | ||
| আমাদের সমাজ জড়বাদী নয়, গতির সঙ্গে চলছে। এই গতি প্রভাব ফেলছে রাজনীতিতে, অর্থনীতিতে। রাজনীতি-অর্থনীতির ঝড়ো হাওয়া বদলে দিচ্ছে সমাজ মানস। প্রযুক্তি এসে তাতে দিচ্ছে নতুন বাতাস। পুরনো ধারণার বদলে গড়ে উঠছে নতুন চেতনা। জনঅধিকারের প্রথাগত ভাবনা বদলে যাচ্ছে। প্রযুক্তি আর মুক্তবাজারের খোলা হাওয়ায় সংবাদপত্র পাঠকরাও যার যার মতো মতামত রাখছে অনলাইন জরিপে। এই মতামত সর্বজনমান্য না হলেও, এখানে থাকছে একটা সচেতন মহলের মনের ভাব। এই ভাবনা রাষ্ট্র, সরকার বিবেচনায় নেবে কি নেবে না, তা ভিন্ন বিবেচনার বিষয়। তবে এর সামাজিক-রাজনৈতিক তাৎপর্য উপেক্ষা করার নয়। বিভিন্ন সংবাদমাধ্যমের গত এক সপ্তাহের অনলাইন জরিপের নির্বাচিত প্রশ্ন নিয়েই সাপ্তাহিক-এর এ আয়োজন। ১৮ মে ২০১৪ ১. প্রশ্ন : বিএনপিকে সমাবেশের অনুমতি না দেয়া গণতন্ত্রের পরিপন্থী কাজ বলে মনে করেন কি? উত্তর : হ্যাঁ-৮৪.৯৮%, না-১৪.১৩% (প্রথম আলো) ২. প্রশ্ন : ভারতে বিজেপি ক্ষমতায় আসায় ঢাকা-দিল্লি সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন কি? উত্তর : হ্যাঁ-৬৩.২০%, না-৩৩.৬০% (সমকাল) ৩. প্রশ্ন : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ-ভারতের মাঝে সে সমস্যাগুলো রয়েছে ভারতের নতুন নির্বাচিত সরকার তা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। আপনিও কি তাই মনে করেন? উত্তর : হ্যাঁ-৪৮.৩%, না-৪৭.৩% (ইত্তেফাক) ৪. প্রশ্ন : সিএম সফি বলেছেন, বাংলাদেশের বন্ধুত্ব প্রয়োজন হবে মোদির। আপনার মত কি? উত্তর : হ্যাঁ-৮৬.৯৪%, না-১১.১৭% (বাংলাদেশ প্রতিদিন) ৫. প্রশ্ন : আগামী নির্বাচনও শেখ হাসিনার অধীনে হবে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি? উত্তর : হ্যাঁ-১৩%, না-৮৭% (যায়যায়দিন) ৬. প্রশ্ন : মোদির হয়ে সরকারের ওপর চাপ বাড়বে। বিশিষ্টজনের বক্তব্যের সঙ্গে আপনি কি একমত? উত্তর : হ্যাঁ-৮৯.১%, না-১০.৩৯% (মানবজমিন) ১৭ মে ২০১৪ ১. প্রশ্ন : ‘অতি উৎসাহীদের রিটের কারণে নারায়ণগঞ্জের সাত খুনের মামলার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে’ প্রধানমন্ত্রীর এ মন্তব্য সমর্থন করেন কি? উত্তর : হ্যাঁ-১১.৯৫%, না-৮৬.২০% (প্রথম আলো) ২. প্রশ্ন : হিউম্যান রাইটস ওয়াচ বিএনপির তাবেদারি করছে, আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদের এ মন্তব্য সমর্থন করেন কি? উত্তর : হ্যাঁ-৫৩.৯০%, না-৪৬.১০% (কালের কণ্ঠ) ৩. প্রশ্ন : একচ্ছত্র ক্ষমতা চর্চার কারণে দেশে প্রধানমন্ত্রীর একনায়কতন্ত্র চলছে- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর এই বক্তব্যকে আপনি সমর্থন করেন কি? উত্তর : হ্যাঁ-৯৫%, না-৫% (যায়যায়দিন) ৪. প্রশ্ন : আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বিচার বিভাগের ভূমিকা না থাকলেই ভালো বলে মনে করেন কি? উত্তর : হ্যাঁ-১৩.২৯%, না-৮৫.১৩% (মানবজমিন) ৫. প্রশ্ন : ‘প্রধানমন্ত্রী বলেছেন সাত খুনে জড়িতরা যার আত্মীয়ই হোক, পার পাবে না।’ দেশকে সন্ত্রাসমুক্ত করতে প্রধানমন্ত্রীর মতের প্রতিফলন দ্রুত হওয়া উচিত নয় কি? উত্তর : হ্যাঁ-৮৮%, না-৯% (জনকণ্ঠ) ৬. প্রশ্ন : নারায়ণগঞ্জের সাত খুন মামলা তদন্তের অগ্রগতিতে কি আপনি সন্তুষ্ট? উত্তর : হ্যাঁ-৫.৭৫%, না-৯২.৫৮% (নয়াদিগন্ত) ১৬ মে ২০১৪ ১. প্রশ্ন : রোগী ফেলে চিকিৎসকরা মানববন্ধন করেছেন। দাবি জানাতে চিকিৎসকদের এ ধরনের কর্মসূচি সমর্থন করেন কি? উত্তর : হ্যাঁ-১২.৮২%, না-৮৬.৩২% (কালের কণ্ঠ) ২. প্রশ্ন : হাইকোর্টের নির্দেশে র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে গ্রেফতারে কোনো দীর্ঘসূত্রতা করা হচ্ছে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আপনি কি তাই মনে করেছেন! উত্তর : হ্যাঁ-৫৩.২৭%, না-৪৬.৭৩% (সমকাল) ৩. প্রশ্ন : ‘বাজেটে আয়েশি পথ নয়, জোর দিতে হবে কৃষির’ Ñ শাইখ সিরাজের এ বক্তব্য সমর্থন করেন কি? উত্তর : হ্যাঁ-৯৬.২৪%, না-৩.৭৬% (বাংলাদেশ প্রতিদিন) ৪. প্রশ্ন : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা জিয়া র্যাব বাতিলের যে প্রস্তাব দিয়েছেন Ñ তা রাজনৈতিক উদ্দেশ্যে চক্রান্তমূলক উক্তি’। আপনিও কি তাই মনে করেন। উত্তর : হ্যাঁ-৭৩.৩%, না-২৬.৪% (ইত্তেফাক) ৫. প্রশ্ন : ডাক্তারদের কর্মবিরতির কারণে ব্যাপক রোগী দুর্ভোগ সত্ত্বেও স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে না। আপনি কি এ নীরবতা সমর্থন করেন! উত্তর : হ্যাঁ-১০.১৭%, না-৮৯.৭৫% (যুগান্তর) ৬. প্রশ্ন : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘সরকার খুনীদের মদদ দিচ্ছে।’ আপনিও কি তা মনে করেন? উত্তর : হ্যাঁ-৯৩.৭৩%, না-৫.৯৩% (ইনকিলাব) ১৫ মে ২০১৪ ১. প্রশ্ন : র্যাব বিলুপ্ত না হলে আন্দোলন শুরু হবেÑ খালেদা জিয়ার এ বক্তব্যে আপনার আস্থা আছে কি? উত্তর : হ্যাঁ-৪৫.২৩%, না-৫২.৪৩% (প্রথম আলো) ২. প্রশ্ন : মির্জা ফখরুল অভিযোগ করেছেন, র্যাব জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পুরো র্যাবের বিরুদ্ধে এ অভিযোগ সমর্থন করেন কি? উত্তর : হ্যাঁ-৪৬.২৬%, না-৫২.৩৪% (কালের কণ্ঠ) ৩. প্রশ্ন : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, মানুষের প্রতি ভালোবাসা থাকলে, দেশপ্রেম থাকলে সরকার গুম খুনের দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করবে, আপনি কি তাই মনে করেন? উত্তর : হ্যাঁ-৩৯.৪০%, না-৫৯.১২% (সমকাল) ৪. প্রশ্ন : র্যাব-এর সংস্কারে সরকারকে আগ্রহী বলে মনে করেন কি? উত্তর : হ্যাঁ-৭.২২%, না-৯২.০২% (মানবজমিন) ১৪ মে ২০১৪ ১. প্রশ্ন : কর্মবিরতির নামে চিকিৎসকদের সেবাদানে বিরত থাকার কর্মসূচি কি সমর্থনযোগ্য? উত্তর : হ্যাঁ-২৭.৩৭%, না-৭১.৩৩% (প্রথম আলো) ২. প্রশ্ন : কর্মবিরতির নামে চিকিৎসকদের সেবাদানে বিরত থাকার কর্মসূচি সমর্থন করেন কি? উত্তর : হ্যাঁ-৮.৮১%, না-৯০.৪৩% (কালের কণ্ঠ) ৩. প্রশ্ন : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানের নিয়মের ফাঁকফোকর দিয়ে দেশে জঙ্গিবাদে অর্থায়ন ঘটছে। আপনি কি তাই মনে করেন? উত্তর : হ্যাঁ-৬৩.৯৪%, না-৩৬.০৬% (সমকাল) ৪. প্রশ্ন : বিএনপির রাজনীতির ভবিষ্যৎ নেই, হুসেইন মুহম্মদ এরশাদ- আপনিও কি তাই মনে করেন। উত্তর : হ্যাঁ-১০.৩৫%, না-৮৯.৬৫% (আলোকিত বাংলাদেশ) ৫. প্রশ্ন : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন- অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানের নিয়মের ফাঁকফোকর দিয়ে জঙ্গিবাদে অর্থায়ন ঘটছে। আপনিও কি তাই মনে করেন? উত্তর : হ্যাঁ-৬৯.৩%, না-৩০% (ইত্তেফাক) ১৩ মে ২০১৪ ১. প্রশ্ন : খালেদা জিয়ার আমলে র্যাব গঠন করা হলেও এখন তিনিই এ বাহিনীর বিপক্ষে। তার এ অবস্থান সমর্থন করেন কি? উত্তর : হ্যাঁ-৬৫.৫৮%, না-৩১.৮২% (কালের কণ্ঠ) ২. প্রশ্ন : দুদকের মামলায় অভিযুক্ত ব্যক্তিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য করার বিষয়টি সমর্থন করেন কি? উত্তর : হ্যাঁ-৩.৯১%, না-৯৪.২২% (প্রথম আলো) ৩. প্রশ্ন : ভারতের কেন্দ্রীয় সরকার আন্তরিক থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি কি এই বক্তব্য সমর্থন করেন? উত্তর : হ্যাঁ-৬৯.৪৬%, না-২৮.৬৭% (সমকাল) ৪. প্রশ্ন : সাবেক মন্ত্রিপরিষদ সচিব সা’দত হুসাইন বলেছেন, একটি ঐক্যবদ্ধ জাতিকে আমরা যে বিভক্ত করেছি, তার পেছনে রয়েছে রাজনৈতিক স্বার্থ। আপনি কি এ বক্তব্যের সঙ্গে একমত? উত্তর : হ্যাঁ-৮২.১২%, না-১৭.৭২% (যুগান্তর) ১২ মে ২০১৪ ১. প্রশ্ন : ভারত থেকে পানির ন্যায্য হিস্যা পেতে বাংলাদেশকে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ সমর্থন করেন কি? উত্তর : হ্যাঁ-৯৫.০৪%, না-৪.৪৩% (প্রথম আলো) ২. প্রশ্ন : এরশাদ দাবি করেছেন তার সময়ে গুমের ঘটনা ঘটেনি। তার এ দাবি আপনি সমর্থন করেন কি? উত্তর : হ্যাঁ-৪৪.১৯%, না-৫০.০০% (কালের কণ্ঠ) ৩. প্রশ্ন : নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় সরকারের মন্ত্রী এমপিরা জড়িত বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি কি তাই মনে করেন? উত্তর : হ্যাঁ-৩৪.৩৪%, না-৬৫.০১% (সমকাল) www.shaptahik.com/v2/? | ||
বাঙালির সম্পূর্ণ ভূগোল,ইতিহাস,সংস্কৃতি,সাহিত্য, শিল্প,অর্থ,বাণিজ্য,বিশ্বায়ণ,রুখে দাঁড়াবার জেদ, বৌদ্ধময় ঐতিহ্য, অন্ত্যজ ব্রাত্য বহিস্কৃত শরণার্থী জীবন যাপনকে আত্মপরিচয়,চেতনা,মাতৃভাষাকে রাজনৈতিক সীমানা ডিঙিয়ে আবিস্কার করার প্রচেষ্টা এই ব্লগ,আপনার লেখাও চাই কিন্তু,যে স্বজনদের সঙ্গে যোগাযাগ নেই,তাঁদের খোঁজে এই বাস্তুহারা তত্পরতা,যেখবর মীডিয়া ছাপে না, যারা ক্ষমতার, আধিপাত্যের বলি প্রতিনিয়তই,সেই খবর,লেখা পাঠান,খবর দিন এখনই এই ঠিকানায়ঃpalashbiswaskl@gmail.com
Thursday, May 29, 2014
জনজরিপ ও জনভাবনা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment