Thursday, May 29, 2014

ভিডিও >> স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী পাবলিক রিলেশন অফিসার : আসিফ নজরুল

ভিডিও >> স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী পাবলিক রিলেশন অফিসার : আসিফ নজরুল
​​

http://www.onbangladesh.org/records/news/201405/78862_1.png


​ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, নারায়ণগঞ্জের নজরুল যখন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন তখন প্রতিমন্ত্রী নিরাপত্তা দিতে পারলেন না। তিনি (প্রতিমন্ত্রী) প্রধানমন্ত্রীর কাছে ছুটে গেলেন। নিদের্শ পাওয়ার পর তিনি বুঝতে পারলেন কী করতে হবে। অর্থাৎ তিনি রাজনীতিবিদ নন, পাবলিক রিলেশন অফিসার।
মঙ্গলবার রাতে এনটিভির ‘এই সময়’ টকশোতে এসব কথা বলেন তিনি। আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ভর্তির অনিয়মের অভিযোগ ওঠলে আর ভর্তি নেয়া হবে নাএ সিদ্ধান্ত শিক্ষকরা নিতে পারেন না এমন উদাহরণ টেনে আসিফ নজরুল বলেন, র‌্যাব সরকারের অন্তরনির্হিত অভ্যন্তরীণ সংস্থা। এই বাহিনী তল্লাশি বন্ধ করেছে। র‌্যাব নিজেরা এমন সিদ্ধান্ত নিতে পারে না। এমন সিদ্ধান্ত স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী দেননি। তার কথা শুনে মনে হয়তিনি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার। এর চেয়ে বেশি কিছু নয়।

No comments:

Post a Comment