Thursday, May 29, 2014

নিজের অস্ত্রে ঘায়েল সরকার

নিজের অস্ত্রে ঘায়েল সরকার

রাজনৈতিক প্রতিপক্ষ বা বিরোধী দলের কারণে নয়, নিজের তৈরি অস্ত্রে ঘায়েল হতে শুরু করেছে সরকার। দেশব্যাপী চলমান খুন-গুম-অপহরণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও সরকার মুখের জোরে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করে আসছিলো। কিন্তুচাপার জোরে আর সেটুকুও করা সম্ভব হচ্ছে না। দুজন প্রভাবশালী সংসদ সদস্য, একজন মন্ত্রী ও একজন সাবেক সংসদ সদস্যকে নিয়ে সরকার যেমন অস্বস্তিতে পড়েছে তেমনি পড়েছে কঠিন চাপের মুখে। না পারছে বড় গলায় কথা বলতে, না পারছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।

No comments:

Post a Comment