১৯শে মে আমরা পালন কেন করব ? আমাদের কি অধিকার আছে ? কতটা সাহসী, নিবেদিতপ্রাণ, নির্ভীক হলে ১৯শে মে তারিখে শাসকের পুলিশের, বন্দুকের গুলির মুখোমুখি হওয়া গিয়েছিল ? আমরা কি তা কল্পনা করতে পারি ? কতটা মরিয়া তারা হয়ে উঠেছিল মাতৃভাষার মর্যাদাহানিতে, আমরা অনুভব করতে পারি ? তাদের ও মা বাবা ছিল, কারো ঘরে তরুণী পত্নী ছিল, যেমনই হোক ঘর ছিল, ঘরে রান্নাকরা ভাতের থালা ছিল । তবুও তারা কেন সেদিন তারাপুর এর দিকে দৌড়ে গেল ?...শিবানী দের নিবন্ধ...বাকিটা পড়ুন...
বাঙালির সম্পূর্ণ ভূগোল,ইতিহাস,সংস্কৃতি,সাহিত্য, শিল্প,অর্থ,বাণিজ্য,বিশ্বায়ণ,রুখে দাঁড়াবার জেদ, বৌদ্ধময় ঐতিহ্য, অন্ত্যজ ব্রাত্য বহিস্কৃত শরণার্থী জীবন যাপনকে আত্মপরিচয়,চেতনা,মাতৃভাষাকে রাজনৈতিক সীমানা ডিঙিয়ে আবিস্কার করার প্রচেষ্টা এই ব্লগ,আপনার লেখাও চাই কিন্তু,যে স্বজনদের সঙ্গে যোগাযাগ নেই,তাঁদের খোঁজে এই বাস্তুহারা তত্পরতা,যেখবর মীডিয়া ছাপে না, যারা ক্ষমতার, আধিপাত্যের বলি প্রতিনিয়তই,সেই খবর,লেখা পাঠান,খবর দিন এখনই এই ঠিকানায়ঃpalashbiswaskl@gmail.com
Tuesday, May 19, 2015
১৯শে মে আমরা পালন কেন করব ? আমাদের কি অধিকার আছে ? কতটা সাহসী, নিবেদিতপ্রাণ, নির্ভীক হলে ১৯শে মে তারিখে শাসকের পুলিশের, বন্দুকের গুলির মুখোমুখি হওয়া গিয়েছিল ? আমরা কি তা কল্পনা করতে পারি ? কতটা মরিয়া তারা হয়ে উঠেছিল মাতৃভাষার মর্যাদাহানিতে, আমরা অনুভব করতে পারি ? তাদের ও মা বাবা ছিল, কারো ঘরে তরুণী পত্নী ছিল, যেমনই হোক ঘর ছিল, ঘরে রান্নাকরা ভাতের থালা ছিল । তবুও তারা কেন সেদিন তারাপুর এর দিকে দৌড়ে গেল ?...শিবানী দের নিবন্ধ...বাকিটা পড়ুন..
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment