'লজ্জা' লিখেছি তেইশ বছর আগে। এখনও লজ্জার ঘটনা ঘটছে বাংলাদেশে। যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি হওয়ার পর তাঁর সৈন্যসামন্ত হিন্দু মন্দিরগুলোয় হামলা চালাচ্ছে। বরগুনা আর বাগেরহাটের মন্দিরে ইতিমধ্যেই ভাংচুর করেছে। কিছু হিন্দু বাড়ি লুঠ করেছে। এরপর হয়তো বাড়িঘর পুড়িয়ে দেওয়ার খবর পাবো, ধর্ষণের খবরও পাবো। এরপর যে খবরটা পাবো না, সেটা হলো হিন্দুদের দেশত্যাগ। হিন্দু সংখ্যা কমতে কমতে শূন্যে এসে ঠেকলে হয়তো শুনবো। তখন বিস্মিত হবো না। বিস্মিত হতে হতে এখন আর কোনও কিছুতেই বিস্মিত হই না।
বাঙালির সম্পূর্ণ ভূগোল,ইতিহাস,সংস্কৃতি,সাহিত্য, শিল্প,অর্থ,বাণিজ্য,বিশ্বায়ণ,রুখে দাঁড়াবার জেদ, বৌদ্ধময় ঐতিহ্য, অন্ত্যজ ব্রাত্য বহিস্কৃত শরণার্থী জীবন যাপনকে আত্মপরিচয়,চেতনা,মাতৃভাষাকে রাজনৈতিক সীমানা ডিঙিয়ে আবিস্কার করার প্রচেষ্টা এই ব্লগ,আপনার লেখাও চাই কিন্তু,যে স্বজনদের সঙ্গে যোগাযাগ নেই,তাঁদের খোঁজে এই বাস্তুহারা তত্পরতা,যেখবর মীডিয়া ছাপে না, যারা ক্ষমতার, আধিপাত্যের বলি প্রতিনিয়তই,সেই খবর,লেখা পাঠান,খবর দিন এখনই এই ঠিকানায়ঃpalashbiswaskl@gmail.com
Monday, April 13, 2015
যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি হওয়ার পর তাঁর সৈন্যসামন্ত হিন্দু মন্দিরগুলোয় হামলা চালাচ্ছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment