বিজ্ঞপ্তিঃ সংবিধান দিবস পালন করার জন্যও অনুমতি দিলনা কোলকাতা পুলিশঃ ভারতীয় সংবিধানের ৬৫ বছর পূর্তি উপলক্ষে রাজ্যের বিভিন্ন, সংগঠনের সহযোগিতায় আগামী ২৬শে নভেম্বর কোলকাতার ওয়াই রোড থেকে রেডরোডে অবস্থিত ডঃ বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশ পর্যন্ত যে পদযাত্রার আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল ন্যাশনাল সোশ্যাল মুভমেন্ট তার অনুমতিই দিলনা কোলকাতা পুলিশ। কোলকাতা ট্রাফিক পুলিশও দায়িত্ব নিতে অস্বীকার করল। এই উদ্ভুত পরিস্থিতির ফলে পদযাত্রা বাদ দিয়ে কেবল মাত্র ডঃ বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশে একটি সমাবেশ করার আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে গণতন্ত্রপ্রেমী সকল নাগরিক ও সহযোগী সংগঠনের কর্মীদের বেলা ১টার সময় কোলকাতা রেডরোড অবস্থিত ফোর্ট উইলিয়ামের পাশে অবস্থিত ভারতীয় সংবিধানের নির্মাতা বাবাসাহেব ডঃ বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশে সমবেত হওয়ার জন্য আবেদন করা হচ্ছে। |
বাঙালির সম্পূর্ণ ভূগোল,ইতিহাস,সংস্কৃতি,সাহিত্য, শিল্প,অর্থ,বাণিজ্য,বিশ্বায়ণ,রুখে দাঁড়াবার জেদ, বৌদ্ধময় ঐতিহ্য, অন্ত্যজ ব্রাত্য বহিস্কৃত শরণার্থী জীবন যাপনকে আত্মপরিচয়,চেতনা,মাতৃভাষাকে রাজনৈতিক সীমানা ডিঙিয়ে আবিস্কার করার প্রচেষ্টা এই ব্লগ,আপনার লেখাও চাই কিন্তু,যে স্বজনদের সঙ্গে যোগাযাগ নেই,তাঁদের খোঁজে এই বাস্তুহারা তত্পরতা,যেখবর মীডিয়া ছাপে না, যারা ক্ষমতার, আধিপাত্যের বলি প্রতিনিয়তই,সেই খবর,লেখা পাঠান,খবর দিন এখনই এই ঠিকানায়ঃpalashbiswaskl@gmail.com
Saturday, November 22, 2014
সংবিধান দিবস পালন করার জন্যও অনুমতি দিলনা কোলকাতা পুলিশঃ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment