শান্তি আলোচনা প্রশ্নে ভেঙ্গে গেল পাক তালেবান
জনকণ্ঠ ডেস্ক ॥ সরকারের সঙ্গে শান্তি আলোচনা প্রশ্নে ভেঙ্গে গেল পাকিস্তানের জঙ্গী সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান বা টিটিপি। বুধবার দেশটির এক অজ্ঞাতস্থানে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির অন্যতম মেহসুদ গ্রুপ বের হয়ে যায়। কারণ হিসেবে টিটিপির কিছু কার্যক্রমকে সম্পূর্ণ অনৈসলামিক আখ্যা দিয়েছে গ্রুপটি। পাশাপাশি তালেবানের এই নয়া গ্রুপটির নেতা হিসেবে খালিদ মেহসুদের নাম ঘোষণা করা হয়েছে। তারা বলেছে, টিটিপিতে ভিন্ন ভিন্ন মতাদর্শ চলে আসছিল। আমরা নির্যাতন, অপহরণ ও হত্যার মতো ঘটনাকে নিন্দা জানাই। কারণ এটি ইসলামসম্মত নয়। কিন্তু দিন দিন সংগঠনটিতে এ ধরনের কার্যক্রম বেড়েই যাচ্ছিল। খবর বিবিসি, এএফপি, এক্সপ্রেস ট্রিবিউন ও ডন অনলাইনের।
সংবাদ সম্মেলনে তালেবানের এই নয়া অংশের মুখপাত্র আজম তারিক বলেন, আমরা পাকিস্তান তালেবান বা টিটিপি থেকে বেড় হয়ে আসার ঘোষণা দিচ্ছি। আমরা আমাদের গ্রুপের নেতা হিসেবে খালিদ মেহসুদের নাম ঘোষণা করছি। সংগঠনটিতে খালিদ মেহসুদ ‘খান সাইদ’ ওরফে সাজনা নামেও পরিচিত। এই ঘোষণার মাধ্যমে খালিদ মেহসুদ তালেবানের দক্ষিণ ওয়াজিরিস্তান অংশের দায়িত্ব পালন করবেন। এই খালিদ মেহসুদ তালেবানের নিহত প্রধান নেতা হাকিমুল্লাহ মেহসুদের অন্যতম ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। গত বছরের মার্চে মার্কিন ড্রোন হামলায় হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর সংগঠনটির প্রধানের পদ পেতে প্রতিদ্বন্দ্বিতাও করেন তিনি। পরে সংগঠনটির প্রধানের দায়িত্ব পান পাকিস্তানের সোয়াত উপত্যকা অঞ্চলের মাওলানা ফজলুল্লাহ।
বুধবার সংবাদ সম্মেলনে তালেবানের এই নয়া অংশের মুখপাত্র আজম তারিক অভিযোগ করেন, তালেবান সংগঠনে অব্যাহতভাবে বেসামরিক লোকদের টার্গেট করা হচ্ছিল। সংগঠনটির নেতারা দুর্নীতিতেও জড়িয়ে পড়ছিল। পাশাপাশি নানা অপরাধ যেমন শিরñেদ ও পাবলিক প্লেসে বোমা হামলার ঘটনা ঘটছিল। এসব ইসলামের দৃষ্টিতে হারাম। আমরা সংগঠনটিকে সঠিকভাবে চালাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। এমনকি আফগান তালেবান এসব নিয়ে আমাদের সঙ্গে মধ্যস্থতা করার চেষ্টা করেছে। কিন্তু তারা কারও কথা শোনেনি। সঠিক পথে চলেনি।
সংবাদ সম্মেলনে তালেবানের এই নয়া অংশের মুখপাত্র আজম তারিক বলেন, আমরা পাকিস্তান তালেবান বা টিটিপি থেকে বেড় হয়ে আসার ঘোষণা দিচ্ছি। আমরা আমাদের গ্রুপের নেতা হিসেবে খালিদ মেহসুদের নাম ঘোষণা করছি। সংগঠনটিতে খালিদ মেহসুদ ‘খান সাইদ’ ওরফে সাজনা নামেও পরিচিত। এই ঘোষণার মাধ্যমে খালিদ মেহসুদ তালেবানের দক্ষিণ ওয়াজিরিস্তান অংশের দায়িত্ব পালন করবেন। এই খালিদ মেহসুদ তালেবানের নিহত প্রধান নেতা হাকিমুল্লাহ মেহসুদের অন্যতম ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। গত বছরের মার্চে মার্কিন ড্রোন হামলায় হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর সংগঠনটির প্রধানের পদ পেতে প্রতিদ্বন্দ্বিতাও করেন তিনি। পরে সংগঠনটির প্রধানের দায়িত্ব পান পাকিস্তানের সোয়াত উপত্যকা অঞ্চলের মাওলানা ফজলুল্লাহ।
বুধবার সংবাদ সম্মেলনে তালেবানের এই নয়া অংশের মুখপাত্র আজম তারিক অভিযোগ করেন, তালেবান সংগঠনে অব্যাহতভাবে বেসামরিক লোকদের টার্গেট করা হচ্ছিল। সংগঠনটির নেতারা দুর্নীতিতেও জড়িয়ে পড়ছিল। পাশাপাশি নানা অপরাধ যেমন শিরñেদ ও পাবলিক প্লেসে বোমা হামলার ঘটনা ঘটছিল। এসব ইসলামের দৃষ্টিতে হারাম। আমরা সংগঠনটিকে সঠিকভাবে চালাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। এমনকি আফগান তালেবান এসব নিয়ে আমাদের সঙ্গে মধ্যস্থতা করার চেষ্টা করেছে। কিন্তু তারা কারও কথা শোনেনি। সঠিক পথে চলেনি।
No comments:
Post a Comment