Thursday, May 29, 2014

ভারতের নতুন মন্ত্রিপরিষদে নারীর জয়জয়কার

ভারতের নতুন মন্ত্রিপরিষদে নারীর জয়জয়কার
ভারতের নতুন মন্ত্রিসভায় শপথ নিয়েছেন ছয় নারী মন্ত্রী। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেয়া এই ছয়জন হচ্ছেন সুষমা স্বরাজ, মানেকা গান্ধী, নাজমা হেপতুল্লাহ, হরসিমরত কর বাদল, উমা ভারতী ও স্মৃতি ইরানী। ভারতের ষোড়শ নির্বাচনে নারী প্রার্থীরা ১১ শতাংশ আসন পেলেও নবগঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন প্রায় ২৫ শতাংশ। তবে কেন্দ্র সরকারে মন্ত্রী হিসেবে অনেক নারী মুখ দেখা গেলেও প্রতিমন্ত্রীর ক্ষেত্রে উল্লেখযোগ্য সংখ্যক নারী নেই। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন একজনই, নির্মলা সীতারমন।
ভারতের নতুন মন্ত্রিসভায় শপথ নিয়েছেন ছয়জন নারী মন্ত্রী। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেয়া এই ছয়জন হচ্ছেনÑসুষমা স্বরাজ, মানেকা গান্ধী, নাজমা হেপতুল্লাহ, হরসিমরত কর বাদল, উমা ভারতী ও স্মৃতি ইরানী। ভারতের ষোড়শ নির্বাচনে নারী প্রার্থীরা ভোট পেয়েছেন মাত্র ১১ শতাংশ। তবে নবনির্বাচিত প্রধানমন্ত্রী মোদির মন্ত্রিসভায় স্থান পেয়েছেন প্রায় ২৫ শতাংশ নারী। পূর্ণমন্ত্রিত্বে একাধিক নারী মুখ দেখা গেলেও প্রতিমন্ত্রীর ক্ষেত্রে চিত্রটা একটু ভিন্ন। নির্মলা সীতারমন একমাত্র নারী প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
মোদির মন্ত্রিসভায় নারীকে যথেষ্ট মূল্যায়ন করা হচ্ছে একথা নিঃসন্দেহে বলা যায়। কেননা মন্ত্রী হিসেবে নারীদের কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। শুধু তাই নয়; ইন্দিরা গান্ধীর পর এবারই প্রথম নারী হিসেবে মন্ত্রিপরিষদের নিরাপত্তা কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সুষমা স্বরাজ। এছাড়াও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন স্মৃতি ইরানী। মানেকা গান্ধী পেয়েছেন নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়, হরসিমরত কর বাদল পেয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রণালয়, নাজমা হেপতুল্লাহ পেয়েছেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এবং উমা ভারতী পেয়েছেন পানিসম্পদ ও গঙ্গা শোধন মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্যদিকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নির্মলা সীতারমন। নতুন এই মন্ত্রিসভার আরেকটি চমকপ্রদ তথ্য হলো সবচেয়ে বেশি বয়সী এবং সবচেয়ে কম বয়সী দুজনই নারীমন্ত্রী। মোদির মন্ত্রিসভার সবচেয়ে বেশি বয়সী মন্ত্রী হলেন ৭৪ বছর বয়সী নাজমা হেপতুল্লাহ। অন্যদিকে সবচেয়ে কম বয়সী মন্ত্রী হলেন ৩৮ বছরের স্মৃতি ইরানী। মোদির মন্ত্রিসভা ঘোষিত হবার আগেই গুজরাটের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন আনন্দিবেন প্যাটেল। গান্ধীনগরে মহাত্মা মন্দিরে রাজ্যের গবর্নর কামলা বেনিওয়াল তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে বিজেপির শীর্ষস্থানীয় নেতা ছাড়াও উপস্থিত ছিলেন তার পূর্বসূরি ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ১৩ বছর দায়িত্ব পালন করেন। অতঃপর নরেন্দ্র মোদিসহ দলের অন্যান্য নীতিনির্ধারকরা আনন্দিবেন প্যাটেলকে গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে নির্বাচন করেন। আনন্দিবেন এর পূর্বে গুজরাটের রাজস্বমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ৭২ বছর বয়সী এ রাজনীতিক একজন দক্ষ প্রশাসক হিসেবেও সুনাম অর্জন করেছেন। মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রী পদে নারীর অংশগ্রহণ মোদি সরকারের একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বলে অনেকেই মনে করছেন। এর ফলে মোদি হয়ত নারীর ক্ষমতা উন্নয়ন বিষয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করার ক্ষেত্রে একধাপ এগিয়েছেন বললেও অত্যুক্তি করা হবে না।
সাবিনা ইয়াসমিন
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

No comments:

Post a Comment