Wednesday, May 28, 2014

ড্রিমগার্লের সঙ্গে আড্ডায় নওয়াজ


ড্রিমগার্লের সঙ্গে আড্ডায় নওয়াজ
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই ‘ড্রিম গার্ল তাঁর মন কাড়ে। অল্প বয়সে সেই মুগ্ধতা এখনও তাঁর মনে আছে। নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে আসা পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তাঁর সেই মুগ্ধতা থেকেই এক ঝলক দেখা করে নিলেন তাঁর ‘ড্রিমগার্ল’ হেমা মালিনীকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার আগে মঙ্গলবার সকালে হোটেলের স্যুটে হেমা মালিনীর সঙ্গে দেখা করে নিলেন নওয়াজ শরীফ। থুরা থেকে জিতে দিল্লী এসেছেন হেমা। ধর্মেন্দ্রকে সঙ্গে নিয়ে হাজির ছিলেন সোমবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে। তাঁরা যে হোটেলে উঠেছেন, ঘটনাচক্রে সেখানেই উঠেছিলেন শপথ অনুষ্ঠানের সব চেয়ে উল্লেখযোগ্য অতিথি পাকিস্তানী প্রধানমন্ত্রী নওয়াজও। পাক হাইকমিশন সূত্রে জানা গেছে, খবর পেয়েই নায়িকা-সকাশে যান নওয়াজ। তিনজনের মধ্যে কিছুক্ষণ নির্ভেজাল আড্ডাও হয়েছে বলে জানা গেছে। ধর্মেন্দ্র-হেমাকে পাকিস্তানে যাওয়ার জন্য আমন্ত্রণ করেছেন নওয়াজ। দীর্ঘদিন পরে শরীফের এই সফরে নয়াদিল্লী সাক্ষী থাকল তাঁর বলিউড প্রেমেরও। সূত্র : আনন্দবাজার

No comments:

Post a Comment