শেয়ার বাজার লুন্ঠনের মূল হোতারা ধরা-ছোয়ার বাইরে কেন?
১৯৯৬ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের সময় একইভাবে শেয়ার বাজারে দস্যুতার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিলেও তার কোনো বিচার হয় নি।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেয়ারের দাম অস্বাভাবিত গতিতে বাড়াতে থাকে এবং ২০০৯ এর মাঝামাঝি সময়ে ঐ বছরের সবচেয়ে বেশি দাম বাড়ে। ২০১০ সাল জুড়েই মার্কেট অস্থিতিশীল ছিল, ১৩ ডিসেম্বরে শেয়ার বাজারের সূচক ২৮৫ পয়েন্ট কমে ৮, ৫০০ তে দাড়ায়। আবার ১৯ ডিসেম্বরে ১৯৯৬ সালের পর সবচেয়ে বেশি ধ্বস নামে এবং একদিনেই আরো ৫৫১ পয়েন্ট কমে শেয়ার বাজারের ৫৫ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি দর পতনের ঘটনা ঘটে।
বাজার বিশেষজ্ঞরা এ কেলেঙ্কারিকে কৃত্রিম বাজারের স্বাভাবিক পরিণতি বললেও শেয়ার বাজারের লুণ্ঠনের হোতারা যখন কৃত্রিমভাবে বাজারকে ফুলিয়ে ফাপিয়ে সাধারণ মানুষের সামনে লোভনীয় করে তুলেছিল তখন অর্থমন্ত্রী সহ সরকারের কর্তা ব্যক্তিরা একে চাঙ্গা অর্থনীতির সাথে তুলনা করেছিলেন।
Full Text:
http://www.amaderbudhbar.com/? p=4813
১৯৯৬ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের সময় একইভাবে শেয়ার বাজারে দস্যুতার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিলেও তার কোনো বিচার হয় নি।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেয়ারের দাম অস্বাভাবিত গতিতে বাড়াতে থাকে এবং ২০০৯ এর মাঝামাঝি সময়ে ঐ বছরের সবচেয়ে বেশি দাম বাড়ে। ২০১০ সাল জুড়েই মার্কেট অস্থিতিশীল ছিল, ১৩ ডিসেম্বরে শেয়ার বাজারের সূচক ২৮৫ পয়েন্ট কমে ৮, ৫০০ তে দাড়ায়। আবার ১৯ ডিসেম্বরে ১৯৯৬ সালের পর সবচেয়ে বেশি ধ্বস নামে এবং একদিনেই আরো ৫৫১ পয়েন্ট কমে শেয়ার বাজারের ৫৫ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি দর পতনের ঘটনা ঘটে।
বাজার বিশেষজ্ঞরা এ কেলেঙ্কারিকে কৃত্রিম বাজারের স্বাভাবিক পরিণতি বললেও শেয়ার বাজারের লুণ্ঠনের হোতারা যখন কৃত্রিমভাবে বাজারকে ফুলিয়ে ফাপিয়ে সাধারণ মানুষের সামনে লোভনীয় করে তুলেছিল তখন অর্থমন্ত্রী সহ সরকারের কর্তা ব্যক্তিরা একে চাঙ্গা অর্থনীতির সাথে তুলনা করেছিলেন।
Full Text:
http://www.amaderbudhbar.com/?
__._,_.___
No comments:
Post a Comment