Thursday, May 29, 2014

মন্ত্রীদের ১০টি লক্ষ্য স্থির করে দিলেন মোদী

মন্ত্রীদের ১০টি লক্ষ্য স্থির করে দিলেন মোদী

meeting
এই সময় ডিজিটাল ডেস্ক: মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকেই মন্ত্রীদের আগামী ১০০ দিনের কর্মসূচী ছকে ফেলতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সাফ কথা, লক্ষ্য পূরণ করতে দক্ষতা, বণ্টন ব্যবস্থা এবং রূপায়ণের উপরই জোর দিতে হবে।

বৃহস্পতিবার দিল্লিতে দ্বিতীয় বৈঠকে বসল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রচলিত রীতির উল্টো পথে হেঁটে এদিন লালবাতি লাগানো গাড়ি ছাড়াই উপস্থিত হন সুষমা স্বরাজ, বেঙ্কাইয়া নাইডু, অরুণ জেটলি, স্মৃতি ইরানির মতো বেশ কয়েকজন প্রথম সারির মন্ত্রী। বৈঠকে মন্ত্রীদের ১০টি লক্ষ্য নির্ধারণ করে দেন প্রধানমন্ত্রী। আগামী একশো দিনে মন্ত্রীরা কে কী কাজ করবেন তার তালিকা তৈরির নির্দেশ দেন তিনি। জানিয়ে দেন দক্ষতা, কাজ বণ্টন ও তা রূপায়ণের ভিত্তিতেই কাজ হাসিল করার কথা।

যে ১০টি লক্ষ্য তিনি স্থির করে দিয়েছেন, সেগুলি হল:

১। আমলাতন্ত্রে আস্থা ফেরাতে হবে ২। আমলাদের কাজ করার স্বাধীনতা দিতে হবে, তাঁদের পরামর্শ গুরুত্ব দিতে হবে ৩। সরকারি কাজে স্বচ্ছতা আনতে হবে; কাজে গতি আনতে অনলাইন টেন্ডার ব্যবস্থায় জোর দিতে হবে ৪। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, সড়ক ব্যবস্থা ও শক্তিক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে ৫। অর্থনৈতিক উন্নতির পথে সব বাধা দূর করতে হবে ৬। পরিকাঠামোয় পরিবর্তন আনতে হবে ৭। প্রশাসনকে আরও বেশি জনমুখী করতে হবে ৮। নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি প্রকল্পের কাজ শেষ করতে হবে ৯। সরকারি নীতিতে স্থায়িত্ব ফেরাতে হবে ১০। প্রতিটি দপ্তরের মদ্যে নিখুঁত সমন্বয় গড়ে তুলতে হবে

মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু জানান, কেন্দ্রীয় মন্ত্রীদের তাঁদের দপ্তরের প্রতিমন্ত্রীদের কাজ ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মোদী। জরুরি বিষয়গুলি নিয়ে এর পর সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলবেন বলে জানা গিয়েছে।

No comments:

Post a Comment