Thursday, May 29, 2014

ডিগ্রি নয় কাজ দেখুন, জবাব স্মৃতির

ডিগ্রি নয় কাজ দেখুন, জবাব স্মৃতির

Smriti-Irani
এই সময় ডিজিটাল ডেস্ক: অবশেষে মুখ খুললেন স্মৃতি ইরানি। শিক্ষাগত যোগ্যতা নিয়ে যাবতীয় বিতর্কের জবাবে তাঁর কাজের প্রতি দৃষ্টি আকর্ষণ করলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী।

রাজ্যসভার নথি জানাচ্ছে, স্নাতক পর্যায়ের পাঠ সম্পূর্ণ করেননি তিনি। শীর্ষ কংগ্রেস নেতা তথা দলীয় মুখপাত্র অজয় মাকেন টুইটারে প্রশ্ন তোলেন, শিক্ষার এ হেন দৌড় নিয়ে কোন যুক্তিতে দপ্তরের কাজ সামলাবেন স্মৃতি। মাকেনের টুইট নিয়ে শুরু হয় ইউপিএ-এনডিএ-র কাজিয়া, যাতে যোগ দেন দুই শিবিরের তাবড় নেতারা।

বুধবার কংগ্রেসকে পাল্টা আক্রমণ হানতে গিয়ে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী উমা ভারতী খোদ কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জিজ্ঞাসা করেন, কোন শিক্ষাগত যোগ্যতার বলে কংগ্রেসের মতো ঐতিহ্যপূর্ণ দল পরিচালনা করেন রাজীব-পত্নী? শুধু তাই নয়, স্মৃতির পাশে দাঁড়িয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। এমনকি, দলের অন্দরেও মাকেনের মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সরকারকে আক্রমণ করতে গিয়ে ব্যক্তিগত সমালোচনার তীব্র নিন্দা করেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি।

এত কিছুর মধ্যেও আত্মপক্ষ সমর্থনে কোনও বিবৃতি প্রকাশ করেননি স্মৃতি ইরানি নিজে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার তিনি এ বিষয়ে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, শিক্ষাগত যোগ্যতা নয় দপ্তরের দায়িত্ব পাওয়ার পর তাঁর কাজই হবে যাবতীয় সমালোচনার জবাব। তাঁর কথায়, 'ভারতবাসীর কাছে একান্ত অনুরোধ, আমার কাজ দেখেই আমায় বিচার করুন।'

প্রসঙ্গত, ২০০৪ সালে লোকসভা নির্বাচনের মনোনয়নপত্রে নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানাতে গিয়ে স্মৃতি উল্লেখ করেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের 'স্কুল অফ করেসপন্ডেন্স' থেকে ১৯৯৬ সালে তিনি বি কম পাশ করেছেন। অথচ রাজ্যসভার সদস্য মনোনীত হওয়ার সময় তাঁর জমা দেওয়া নথি অনুসারে, ১৯৯৪ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে ওই প্রতিষ্ঠান থেকে ১৯৯৪ সালে তিনি বি কম পার্ট ওয়ান পরীক্ষায় পাশ করেন বলে উল্লিখিত হয়। এটাই তাঁর উচ্চতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে নথিভুক্ত হয়েছে। এই তথ্যের উপর ভিত্তি করেই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগে কংগ্রেস।

No comments:

Post a Comment