সামনে অনেক বড় দায়িত্ব মোদীজি: লতা মঙ্গেশকর
বুঝলাম যে এখন আর কোনও ভাবেই কথা এগোনো যাবে না। এদিকে কপি জমা দেওয়ার ডেডলাইনও আমার মাথার উপরে। সেই কথা জানিয়ে তাঁকে অনুরোধ করলাম যে ৬.৩১-এ আবার ফোন করব। ততক্ষণে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর পদে শপথগ্রহণ হয়ে যাবে। যে সময়ে বলিউডের নামজাদা শিল্পীরা কাকে সমর্থন করবেন সেই নিয়ে দোলাচালে ছিলেন, তখন নিজের স্বভাবসিদ্ধ সাবলীলতায় সঙ্গীত সম্রাজ্ঞী জানিয়ে দিয়েছিলেন যে তাঁর সমর্থন মোদীজির পক্ষেই। সে যাক, কথা মতো যখন সাড়ে ছ'টায় আবার ফোন করলাম, তখন একবারেই পাওয়া গেল আদরের লতা দিদিকে। কী কথা হল তাঁর সঙ্গে? রইল তাঁর জবানিতেই...
'' প্রথম থেকেই জানতাম যে উনিই আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। না হওয়ার কোনও কারণই ছিল না। এমন কিছু মানুষ আছেন যাঁদের সঙ্গে কথা বললেই বোঝা যায় যে এঁদের উপর বাজি ধরা যায়। মোদীজির সঙ্গে আলাপে এবং সাক্ষাতে আমার ঠিক এমনটাই মনে হয়েছিল। এভাবে সর্বসমক্ষে এসে এমন একটি কথা বলা খুব একটা সহজ নয়, তবে নরেন্দ্র মোদীকে প্রথম থেকেই সমর্থন করার পিছনে আমার কোনও ব্যক্তিগত স্বার্থ ছিল না। শপথ নিতে যাওয়ার কিছুক্ষণ আগে টুইটারে আমি আমাদের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলাম। তিনি তত্ক্ষণাত্ তার উত্তর দিয়েছেন। এখনই ওঁকে ফোন করে বিরক্ত করতে চাই না। ওঁর সামনে এখন প্রচুর কাজ, অনেক দায়িত্ব। পরে সময় করে ফোন করব আমি। আমার তো খুব ইচ্ছা, পরের বার মোদীজি মুম্বই সফরে এলে আমার বাড়িতে তাঁকে নিমন্ত্রণ জানাবো। কিন্তু এখন উনি যা ব্যস্ত, জানি না আদৌ আসতে পারবেন কি না। তবে আসলে আমি খুবই খুশি হব।''
No comments:
Post a Comment