গুরুতর সব অনিয়মের দায় চেয়ারম্যানের

সরকারের নিয়োগ দেওয়া পরিচালনা পর্ষদই ডুবিয়েছে রাষ্ট্রীয় খাতের বেসিক ব্যাংককে৷ শুরু থেকেই পর্ষদের নির্দেশে একের পর এক অনিয়ম করেছে ব্যাংকটি৷ হাজার হাজার কোটি টাকার গুরুতর ঋণ অনিয়ম করা হয়েছে৷ব্যাংকটির পর্ষদের চেয়ারম্যান হচ্ছেন শেখ আবদুল হাই ওরফে বাচ্চু। তিনি বর্তমান সরকারের শীর্ষ পর্যায়ের ঘনিষ্ঠজন। যে কারণে মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংক কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্বে আছে বলেও সূত্রগুলো বলছে।ব্যাংকের কার্যালয় ও লবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা তাঁর ছবিতে ভরপুর। সব সময় এবং সব জায়গায়ই বলে থাকেন, প্রধানমন্ত্রীর অত্যন্ত “কাছের লোক” তিনি। গোটা বেসিক ব্যাংকে এ রকম একটি আবহ তৈরি করেছেন আবদুল হাই।’ কার্যত ব্যাংকটি চলে এই চেয়ারম্যানের নির্দেশে। তিনি লোকবল নিয়োগ থেকে শুরু করে পদোন্নতি—সবক্ষেত্রেই একচ্ছত্র প্রভাব রাখেন।
http://www.prothom-alo.com/ bangladesh/article/228337/%E0% A6%97%E0%A7%81%E0%A6%B0%E0%A7% 81%E0%A6%A4%E0%A6%B0_%E0%A6% B8%E0%A6%AC_%E0%A6%85%E0%A6% A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%AE% E0%A7%87%E0%A6%B0_%E0%A6%A6% E0%A6%BE%E0%A7%9F_%E0%A6%9A% E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE%E0% A6%B0%E0%A6%AE%E0%A7%8D%E0%A6% AF%E0%A6
সরকারের নিয়োগ দেওয়া পরিচালনা পর্ষদই ডুবিয়েছে রাষ্ট্রীয় খাতের বেসিক ব্যাংককে৷ শুরু থেকেই পর্ষদের নির্দেশে একের পর এক অনিয়ম করেছে ব্যাংকটি৷ হাজার হাজার কোটি টাকার গুরুতর ঋণ অনিয়ম করা হয়েছে৷ব্যাংকটির পর্ষদের চেয়ারম্যান হচ্ছেন শেখ আবদুল হাই ওরফে বাচ্চু। তিনি বর্তমান সরকারের শীর্ষ পর্যায়ের ঘনিষ্ঠজন। যে কারণে মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংক কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্বে আছে বলেও সূত্রগুলো বলছে।ব্যাংকের কার্যালয় ও লবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা তাঁর ছবিতে ভরপুর। সব সময় এবং সব জায়গায়ই বলে থাকেন, প্রধানমন্ত্রীর অত্যন্ত “কাছের লোক” তিনি। গোটা বেসিক ব্যাংকে এ রকম একটি আবহ তৈরি করেছেন আবদুল হাই।’ কার্যত ব্যাংকটি চলে এই চেয়ারম্যানের নির্দেশে। তিনি লোকবল নিয়োগ থেকে শুরু করে পদোন্নতি—সবক্ষেত্রেই একচ্ছত্র প্রভাব রাখেন।
http://www.prothom-alo.com/
__._,_.___
No comments:
Post a Comment