বাঙালির সম্পূর্ণ ভূগোল,ইতিহাস,সংস্কৃতি,সাহিত্য, শিল্প,অর্থ,বাণিজ্য,বিশ্বায়ণ,রুখে দাঁড়াবার জেদ, বৌদ্ধময় ঐতিহ্য, অন্ত্যজ ব্রাত্য বহিস্কৃত শরণার্থী জীবন যাপনকে আত্মপরিচয়,চেতনা,মাতৃভাষাকে রাজনৈতিক সীমানা ডিঙিয়ে আবিস্কার করার প্রচেষ্টা এই ব্লগ,আপনার লেখাও চাই কিন্তু,যে স্বজনদের সঙ্গে যোগাযাগ নেই,তাঁদের খোঁজে এই বাস্তুহারা তত্পরতা,যেখবর মীডিয়া ছাপে না, যারা ক্ষমতার, আধিপাত্যের বলি প্রতিনিয়তই,সেই খবর,লেখা পাঠান,খবর দিন এখনই এই ঠিকানায়ঃpalashbiswaskl@gmail.com
Tuesday, October 4, 2016
Sushanta Kar আমার অনুমান সম্রাট অশোক কিম্বা ঔরঙজেব একবার হলেও কেঁদেছিলেন যখন ভাইদের রক্তে হাত ধুয়েছিলেন! এমনি একটি লেখা পড়ে মনে হলো! অশোকের কিম্বা ঔরঙ্গজেবের উত্তরাধিকার বলে কিছু ছিল না কিন্তু! দ্বান্দ্বিকতাটি বোঝার জন্য 'দেশপ্রেমী 'নয় অন্তর্দৃষ্টি থাকা মানুষের মতো মানুষ দরকার! মানুষের হৃদয় থাকে হে, ঈশ্বর বিশ্বাসী নামের অপদার্থরা নামানুন, প্রকৃতির ক্ষমতা আর চাহিদা বোঝা মানুষেরা বুঝুন! এখনই আমি খোলসা করব না, কিন্তু সত্য এই যে ঔরঙজেবকে যারা নিষ্ঠুর বলে ভাবেন, এক রচনা পড়ে মনে হলো তাঁর সমালোচকদের হৃদয় বলে কিছু নেই! তাঁর কান্না কেউ শুনতেই পান না! কেউ কেউ শুনেছিলেন, তাঁরা তাঁকে এখনো পীর বলে সম্মান করে থাকেন! গালি পাড়বার আগে স্মরণে রাখবেন পীর প্রথা ভারতীয়, ঐশ্লামিক নয়!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment