প্রিয় বন্ধু,......সারা দেশে ভীটেহারা উত্বাস্ত আন্দলোনকারী দুঃখি মানুষের পাসে এসে দারালেন , মহামানব গোপাল মহারাজ ও সকল ভক্তদের অভয় বানী এবং আশীর্বাদ দিয়ে, নিখিল ভারতের মঞে দীপ্তকন্টে এই যুদ্ধে সামিল হতে বলেন,আরো বলেন "পতিতের বন্ধু হরিগুরুচাঁদের স্বপ্ন পুরনে জীবন গেলেও দিল্লী চলো অভিজানে আমি যাব ও সকল ভক্তভক্তাদের সামিল হতে বলবো,,। 23sep. দীনেশপুরের নিখিল ভারত বাঙালী উত্বাস্ত...... সমিতির মঞে হাজার হাজার মানুষ দারিয়ে করতালি দিয়ে সাধুবাদ জানায় এবং রাষ্ট্রীয় কবি অসীম সরকার মহানত্বের পুজারী বলে ধন্যবাদ জানায় ।এই মহামঞে যাহাদের অবদান ও যোগদান ছিল তাদের জন্য. গোপাল মহারাজ,ও বিবেকানন্দ মহারাজ মঈল. প্রার্থনা করেন ।
বাঙালির সম্পূর্ণ ভূগোল,ইতিহাস,সংস্কৃতি,সাহিত্য, শিল্প,অর্থ,বাণিজ্য,বিশ্বায়ণ,রুখে দাঁড়াবার জেদ, বৌদ্ধময় ঐতিহ্য, অন্ত্যজ ব্রাত্য বহিস্কৃত শরণার্থী জীবন যাপনকে আত্মপরিচয়,চেতনা,মাতৃভাষাকে রাজনৈতিক সীমানা ডিঙিয়ে আবিস্কার করার প্রচেষ্টা এই ব্লগ,আপনার লেখাও চাই কিন্তু,যে স্বজনদের সঙ্গে যোগাযাগ নেই,তাঁদের খোঁজে এই বাস্তুহারা তত্পরতা,যেখবর মীডিয়া ছাপে না, যারা ক্ষমতার, আধিপাত্যের বলি প্রতিনিয়তই,সেই খবর,লেখা পাঠান,খবর দিন এখনই এই ঠিকানায়ঃpalashbiswaskl@gmail.com
Saturday, October 1, 2016
প্রিয় বন্ধু,......সারা দেশে ভীটেহারা উত্বাস্ত আন্দলোনকারী দুঃখি মানুষের পাসে এসে দারালেন , মহামানব গোপাল মহারাজ ও সকল ভক্তদের অভয় বানী এবং আশীর্বাদ দিয়ে, নিখিল ভারতের মঞে দীপ্তকন্টে এই যুদ্ধে সামিল হতে বলেন,আরো বলেন "পতিতের বন্ধু হরিগুরুচাঁদের স্বপ্ন পুরনে জীবন গেলেও দিল্লী চলো অভিজানে আমি যাব ও সকল ভক্তভক্তাদের সামিল হতে বলবো,,। 23sep. দীনেশপুরের নিখিল ভারত বাঙালী উত্বাস্ত...... সমিতির মঞে হাজার হাজার মানুষ দারিয়ে করতালি দিয়ে সাধুবাদ জানায় এবং রাষ্ট্রীয় কবি অসীম সরকার মহানত্বের পুজারী বলে ধন্যবাদ জানায় ।এই মহামঞে যাহাদের অবদান ও যোগদান ছিল তাদের জন্য. গোপাল মহারাজ,ও বিবেকানন্দ মহারাজ মঈল. প্রার্থনা করেন ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment