Thursday, December 17, 2015

সিনেমার প্রমোয় আছিল অসহিষ্ণুতা তখন! অসহিষ্ণুতা নাই এখন,কয়দিন আগেও আছিলো! দিলওয়ালে খাইছে শিরোনাম! অসহিষ্ণুতা নাই এখন,কয়দিন আগেও আছিলো! Shahrukh Khan Apologizes For His ‘Intolerance’ Comment!

সিনেমার প্রমোয় আছিল অসহিষ্ণুতা  তখন!

অসহিষ্ণুতা নাই এখন,কয়দিন আগেও আছিলো!


দিলওয়ালে খাইছে শিরোনাম!

অসহিষ্ণুতা নাই এখন,কয়দিন আগেও আছিলো!

Shahrukh Khan Apologizes For His 'Intolerance' Comment!

Gerua - Shah Rukh Khan | Kajol | Dilwale | Pritam | SRK Kajol Official New Song Video 2015
https://www.youtube.com/watch?v=AEIVhBS6baE


https://www.youtube.com/watch?v=AHuOo1DLcRc



Gerua (Dilwale) Full Song With Lyrics - Arijit Singh


পলাশ বিশ্বাস

Media reports:

Just two days before the release of his latest film 'Dilwale,' Bollywood super star Shah Rukh Khan has apologized for his "growing intolerance" comment on a news show. Shah Rukh sparked a controversy when he spoke about religious intolerance in India and the Dadri lynching, earlier during an interview.


In a surprising turn of event, Shah Rukh Khan - the first Bollywood star to join the ongoing debate on "growing intolerance" in the country - claimed that he never said India is intolerant.


Asked if he should use his stature as an icon for broader purpose, Shah Rukh Khan said while he wanted to do that, he is often misquoted. Talking to Mid Day, he said, "I talk about something and it is misconstrued, and I get into trouble. That's a nuisance."


Broaching on his controversial comment, he said, "Like that thing which blew up recently — I never said India is intolerant. When I was asked about it, I said I wouldn't like talking about it, but when they insisted, I had just said that the youth should concentrate on making this a secular, progressive country."




১৮ নভেম্বর 'দিলওয়ালে' সিনেমার গান 'গেরুয়া' প্রকাশ উপলক্ষে মুম্বাইয়ে আয়োজিত হয়েছিল এক অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার অভিনয়শিল্পী শাহরুখ খান, কাজল, কৃতি শ্যানন এবং ভারুন ধাওয়ান।
  • আবারও পর্দায় জমে উঠতে চলেছে শাহরুখ-কাজলের রসায়ন। 'দিলওয়ালে' সিনেমার গান প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যেন তারই ঝলক মিললো।

  • আবারও পর্দায় জমে উঠতে চলেছে শাহরুখ-কাজলের রসায়ন। 'দিলওয়ালে' সিনেমার গান প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যেন তারই ঝলক মিললো।


দিলওয়ালে ট্রেলার | কাজল, শাহরুখ খান, বরুণ ধাওয়ান ...

দিলওয়ালেএর ভিডিও▶ 3:18

https://www.youtube.com/watch?v=AHuOo1DLcRc

৯ নভেম্বর, ২০১৫ - Red Chillies Entertainment আপলোড করেছেন

কাজল, শাহ অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র দিলওয়ালে অফিসিয়াল ট্রেলার অপাবরণসীসা ভূমিকা রুখ খান, বরুণ ধাওয়ান ও কৃতি Sanon. ফিল্ম Dir হয় ...


দিলওয়ালে খাইছে শিরোনাম!

অসহিষ্ণুতা নাই এখন,কয়দিন আগেও আছিলো!


সিনেমার প্রমোয় আছিল অসহিষ্ণুতা তখন!

অসহিষ্ণুতা নাই এখন,কয়দিন আগেও আছিলো!


ব্যাদনা যদি বুঝিয়াও থাকো দ্যাশের লাইগা!

দেশভক্তি যদি খুবই ক্যালাইয়া থাকো !


অথব রহিয়াছো হনু ঔ বজরঙগী নাকি!

ক্ষ্যান্ত হও বাবাজী,দুগ্গো মাইয়া!


বাদশা চেয়ে নিছে ক্ষমা!

ক্ষমা ঘেন্না কইরা দাও তাঁরে!


সে  হিন্দুত্বের বিরোধিতা করে নাই!

শুইনা লও ঔ গেরুয়া গান একখান!

তাইলে বুঝিবা পারিবা ক্যামন বাদশা খান!



সিন বুইঝ্যা মিউজিক,ফ্রেম!

ফ্রেমের বাইরা হইলাই কাট! কাট!

সংলাপ ঠিকঠাক চাই!


পোস্ট প্রডাক্শনে প্রয়োজনে

সংলাপ বদলানো চাই!


এক্কেবারে সিনেমার মতই!


দিলওয়ালে বড় সিনেমা!

কাজলের ঔ অভিনয় হোক না হোক!

বাদশা খান এক্কেবারে লাগসই!


প্রচারের জেল্লায় গৌরিক হাঙ্গামা!

দ্যাখ হাজার কোটি বিজনেস রিয়াল ড্রামা!


এমনিই কি ব্রান্ড অ্যামবেসেডার!

অ্যামনিই কি বাদশা,বুঝিল না!

অসহিষ্ণুতা নাই এখন,কয়দিন আগেও আছিলো!



  1. Dilwale – Gerua Lyric Video | Shah Rukh Khan| Kajol | SRK ...

  2. Video for gerua lyrics▶ 4:43

  3. https://www.youtube.com/watch?v=pRCQEI4GGr8

  4. Nov 23, 2015 - Uploaded by Sony Music India

  5. Sing along with the official lyric video of 'Gerua' - the song that has created history. Featuring Shah Rukh ...

  6. Gerua - Shah Rukh Khan | Kajol | Dilwale | Pritam | SRK ...

  7. Video for gerua lyrics▶ 4:48

  8. https://www.youtube.com/watch?v=AEIVhBS6baE

  9. Nov 18, 2015 - Uploaded by Sony Music India

  10. Gerua - Shah Rukh Khan | Kajol | Dilwale | Pritam | SRK Kajol ... With music by Pritam, heart felt lyrics ...

  11. Gerua (Dilwale) Full Song With Lyrics - Arijit Singh - YouTube

  12. Video for gerua lyrics▶ 6:03

  13. https://www.youtube.com/watch?v=eXoxQJzceEI

  14. Nov 19, 2015 - Uploaded by Sony Music India - Music Maza

  15. Lyrics : Dhoop se nikhal ke Chaaon se phisal ke Hum mile jahan par Lamha tham gaya Aasmaan pighal ke ...

  16. Gerua Lyrics -In- Dilwale-Shah Rukh Khan |Kajol |Pritam ...

  17. Video for gerua lyrics▶ 4:28

  18. https://www.youtube.com/watch?v=3PynFUICRG8

  19. Nov 22, 2015 - Uploaded by noel george

  20. Dilwale Songs Lyrics : Dilwale is a 2015 hindi film directed by Rohit Shetty and produced by Gauri Khan ...

  21. Dilwale - Gerua Official Video Song With Lyrics Full HD ...

  22. Video for gerua lyrics▶ 4:38

  23. https://www.youtube.com/watch?v=V4YVZQTjozQ

  24. Nov 20, 2015 - Uploaded by LANAZ MUSICS

  25. Dilwale - Gerua Official Video Song With Lyrics Full HD Dilwale -Gerua Video Song With Lyrics Full HD ...

  26. Gerua - Dilwale -Full Song with LYRICS - Shah Rukh Khan ...

  27. Video for gerua lyrics▶ 3:40

  28. https://www.youtube.com/watch?v=YfVekmYQ7SQ

  29. Nov 23, 2015 - Uploaded by sanjay sahoo

  30. Shahrukh Khan and Kajol will steal your hearts with their romantic song in their upcoming movie Dilwale. Watch ...

  31. Gerua - Instrumental/Karaoke - With Lyrics - Dilwale - SG ...

  32. Video for gerua lyrics▶ 4:58

  33. https://www.youtube.com/watch?v=Qh98TsTLibY

  34. Nov 21, 2015 - Uploaded by Shalom Tellis

  35. Gerua - Instrumental/Karaoke - With Lyrics - Dilwale - SG ... Dilwale – Gerua Lyric Video | Shah Rukh Khan ...

  36. Gerua Dilwale Lyrics | Song Cover by Abhishek Seth | Arijit ...

  37. Video for gerua lyrics▶ 1:17

  38. https://www.youtube.com/watch?v=wIYqk4uTN9M

  39. Nov 20, 2015 - Uploaded by Abhishek Seth

  40. Click Here to Subscribe to the Channel Now :- https://goo.gl/DwIf60 Listen to this Amazing Cover of the romantic ...

  41. Gerua - Shah Rukh Khan | Kajol Lyric | Dilwale | Pritam ...

  42. Video for gerua lyrics▶ 4:48

  43. https://www.youtube.com/watch?v=Er27oVHeiq0

  44. Nov 23, 2015 - Uploaded by Kajol Kajol

  45. Gerua - Shah Rukh Khan | Kajol | Dilwale | Pritam | SRK Kajol Official New Song Video 2015.

  46. GERUA LYRICS - Dilwale | Arijit Singh | Shahrukh Khan ...

  47. Video for gerua lyrics▶ 4:36

  48. https://www.youtube.com/watch?v=u28ZFF9eASo

  49. Nov 21, 2015 - Uploaded by LEGO Movies

  50. GERUA LYRICS - Dilwale | Arijit Singh | Shahrukh Khan, Kajol 2015 Dhoop se nikal ke Chhaanv se ...



'অসহিষ্ণুতা' মন্তব্য, ক্ষমা চাইলেন শাহরুখ

By: web desk, abp ananda | Last Updated: Wednesday, 16 December 2015 11:44 PM

  'অসহিষ্ণুতা' মন্তব্য, ক্ষমা চাইলেন শাহরুখ

নয়াদিল্লি: ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। আজ 'দিলওয়ালে'-র প্রচারে গিয়ে অসহিষ্ণুতা নিয়ে ফের মুখ খুললেন তিনি। একটি অনুষ্ঠানে শাহরুখ বলেন, সমস্ত ঠিকঠাকই রয়েছে। দেশে কোনও অসহিষ্ণুতা নেই।

গত মাসেই নিজের ৫০তম জন্মদিনে তিনি বলেছিলেন, দেশে চরম অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে। এ ভাবে চলতে থাকলে আমরা আর ক'দিনের মধ্যে অন্ধকার যুগে ফিরে যাব। দাদরির ঘটনা ও চিন্তাবিদের মৃত্যুর প্রসঙ্গেই এই মন্তব্য করেছিলেন তিনি।

কিন্তু আজ পুরো উল্টো মন্তব্য করেন তিনি। তিনি বলেন, দেশে কোনও অসহিষ্ণুতাই নেই। কিছুদিন আগে এবিপি আনন্দের একটি অনুষ্ঠানে শাহরুখ বলেছিলেন, তিনি আজ যে জায়গায় রয়েছেন, সবই এদেশের কাছ থেকে পাওয়া। তিনি বলেছিলেন, আমি আমার সন্তানদের বলি, কোনও ছোটখাটো ঘটনা দিয়ে বা ধর্মীয় আঙ্গিকে কোনও কিছুর বিচার করো না।

প্রথমবার অসহিষ্ণুতা বিতর্কে মুখ খোলায় বহু সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। যদিও সেইসময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন বহু বিশিষ্ট মানুষজন। সেই মন্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে আজ একেবারে বিপরীত মন্তব্য করলেন তিনি।

http://abpananda.abplive.in/entertainment/shah-rukh-khan-apologies-for-his-intolerance-comment-161101

আসল কেস্সা হইল গিয়া,নব্বই দশকের সাড়া জাগানো 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে' ছবিতে শাহরুখ খান ও কাজল জুটির অনবদ্য অভিনয় অগণিত দর্শকের হৃদয় জয় করেছিল। বলিউডের ইতিহাসে অন্যতম সফল এ ছবির কল্যাণে ব্যাপক জনপ্রিয়তা পায় শাহরুখ-কাজল জুটি। এবার এই জুটিকে নিয়ে 'দিলওয়ালে' ছবি নির্মাণ করছেন 'চেন্নাই এক্সপ্রেস'খ্যাত বলিউডের চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠি। সম্প্রতি তিনি জানিয়েছেন, বড়দিন উৎসবকে সামনে রেখে 'দিলওয়ালে' মুক্তি পাবে চলতি বছরের ২৫ ডিসেম্বর।


dilwale 204

আসল কথা হইল গিয়া,রোহিত শেঠি পরিচালিত রেড চিলিজ প্রযোজনা প্রতিষ্ঠানের পরবর্তী ছবি 'দিলওয়ালে' এ বছর বলিউডের অন্যতম আলোচিত ছবি হতে যাচ্ছে শাহ রুখ-কাজল জুটির অভিনয়ের কারণে। তবে সিনেমাটির গান নাকি 'মিউজিক্যাল ঝড়' নিয়ে আসবে এ কথা জানিয়েছেন সনি মিউজিক ইন্ডিয়ার একজন মুখপাত্র।


এ প্রসঙ্গে রোহিত শেঠি বলেন, 'বর্তমানে ''দিলওয়ালে'' ছবির শুটিং চলছে। ছবিটি সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে চাই না আমি। শুধু এটুকু বলব, রোহিত শেঠি যে ধরনের ছবি বানায়, এটিও হবে তেমন একটি ছবি।' সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।


রোহিত আরও বলেন, 'আমার ''গোলমাল'' এবং ''সিংহাম'' ছবির মতো এই ছবিরও অর্ধেক অংশের শুটিং হবে গোয়ায়। ইতিমধ্যে গত মার্চ মাস থেকে মুম্বাইয়ে ''দিলওয়ালে'' ছবির শুটিং শুরু হয়েছে।'

কমেডি-ড্রামা ঘরানার 'দিলওয়ালে' ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন রোহিত শেঠি ও শাহরুখ খানের স্ত্রী গৌরী খান।


শাহরুখ-কাজল ছাড়াও ছবিটির প্রধান দুটি চরিত্রে দেখা যাবে বর্তমান প্রজন্মের জনপ্রিয় দুই তারকা বরুণ ধাওয়ান ও কৃতি শ্যাননকে। ছবির অন্য অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন কবির বেদি, বিনোদ খান্না, জনি লিভার, বোমান ইরানি প্রমুখ।



মনে পড়ে?


'৫০ বছরে পা দেওয়া চাট্টিখানি কথা নয়। অনেকের জন্য বিষয়টা একরকম ভীতিকরও হয়ে ওঠে, হায় হায়, বেলা যে চলে গেল। কিন্তু মানুষটি যখন হন শাহরুখ খান, তখন ব্যাপারটা অন্যরকম হতেই পারে। এটা কি কেবলই জন্মদিন, নাকি জীবনের ল্যান্ডস্কেপে জলরঙের আরেকটা পরত?'

ভারতের প্রভাবশালী সাংবাদিক বরখা দত্ত 'বলিউড কিং' শাহরুখ খানের সাথে বসতে গিয়ে এভাবেই শুরু করলেন আলাপ। ফিল্মের খবরাখবর, ক্যারিয়ার কিংবা জীবন ছাপিয়ে বরখা যে ভারতজুড়ে চলমান অস্থিতিশীলতা বা ধর্মীয় অসহিষ্ণুতার আলাপও জুড়ে দেবেন, সে কথা বোদ্ধামাত্রই অনুমান করতে পারেন। হয়েছেও তাই। আজ সোমবার এনডিটিভিতে দেওয়া এই লম্বাচওড়া সাক্ষাৎকারে শাহরুখ খান সাবলীলভাবেই সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাঁর মতামত জানিয়েছেন। এর মধ্যে চুম্বকাংশ তুলে ধরা হয়েছে পাঠকদের জন্য।

শুরুর দিকেই বরখা শাহরুখকে জিজ্ঞেস করলেন বয়সের বাড়তি ধাপে এগোনোর কথা। এতটা সময় পেরিয়ে গেছে, মৃত্যুচিন্তা কি আসে না একটুও? ভয় হয় না? শাহরুখ তখন এক গল্প শোনালেন। সে দীর্ঘ গল্পের মোদ্দা কথা, সবকিছুই সময়মতো হয়ে যায়, আর যা পেরোনোর তাও পেরিয়ে যায়। জীবন যেমনই হোক না কেন, তা একসময় ঠিকই দিব্যি কেটে যাবে। কাজেই মৃত্যু নিয়ে এতটুকুও ভয় নেই তাঁর। এই মন্তব্যে একটু পাল্টা প্রশ্নও করেন বরখা।

বরখা : কিন্তু তুমি এক সময় প্রিয়জন হারানোর কথা বলেছিলে। বলেছিলে যে কাছের মানুষ হারানোর কতটা কষ্ট। নিজের জীবন নিয়ে এভাবে বলছ কীভাবে? কারণ তোমারও তো প্রিয়জন আছে, তুমিও তো অনেকের প্রিয়জন!

শাহরুখ : দেখ আমি এ ব্যাপারটাই বলতে চাই। এটাই হলো কারণ যে আমি একটুও ভয় পাই না। এমনকি বলতে পারো যে চিন্তাও করি না। কারণ আমি খুব কাছে থেকে মৃত্যু দেখেছি, প্রিয়জনের চলে যাওয়া দেখেছি। এটা অবধারিত। কাজেই ভেবে তো কোনো লাভ নেই! এমনকি বয়স বেড়ে যাওয়া নিয়েও আমি চিন্তিত নই।

বরখা : বয়স বেড়ে যাওয়া নিয়েও তুমি চিন্তিত নও কেন? ইন্ডাস্ট্রিতে তো এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার।

শাহরুখ : আমি এসব নিয়ে ভাবি না। আমরা তো আসলে টিকে থাকাটাই উদযাপন করি, বয়স বেড়ে যাওয়া নয়।

বরখা : এখন এই যে বয়স বেড়ে গেছে, কোনো কিছুতে নিজেকে আনফিট মনে হয়? মানে এ রকম মনে হয় কি যে অমুক জিনিসটায় আমাকে মানাবে না বা এটা আমার জন্য যুঁতসই নয়-এমন কিছু?

শাহরুখ : না। আমার যখন যেমনভাবে যা করতে ইচ্ছে হয় সেটা করি। সেটা ব্যক্তিজীবনে কী কাজের ক্ষেত্রে। 'রা-ওয়ান'-এর সময় কে যেন বলেছিল যে ভারতীয় দর্শক সায়েন্স ফিকশন ছবি এক শতাংশেরও কম পরিমাণে দেখে। সেখানে এতবড় একটা ছবি, এত টাকাপয়সা খরচ, না জানি কী হয়! আমি তখন একেবারেই ভেবেছিলাম, এটা তো তাহলে করতেই হবে! আসলে ২৫ বছরের জীবনে এত কিছু পেয়েছি, এখন যদি ব্যতিক্রম কিছু না করি সেটা খুবই অন্যায় হবে। একই ঢঙে একই জিনিস নিয়ে কাজ করতে থাকলে সেটা খুব বিরক্তিকর হয়ে উঠবে।

বরখা : তুমি বলেছিলে যে সৃষ্টিশীলতার জন্য পাগলামি খুব দরকার? তোমার মধ্যে কী কী পাগলামি আছে?

শাহরুখ : আসলে এটা কি বলব, যখন যেমন মনে হয় তাই তো করি। ধর, যখন আমার মন প্রচুর খারাপ থাকে, তখন কিন্তু আমি প্রচুর হাসতে থাকি!

এভাবেই জীবন আর ফিল্ম নিয়ে আলাপ চলেছে তাঁদের মধ্যে অনেকক্ষণ। এরই মধ্যে শাহরুখ জানালেন, তাঁর জীবনে কখনোই নির্দিষ্ট কোনো বন্ধুবান্ধব ছিল না। আরো স্পষ্ট করে বলেন তিনি, তার কখনোই কোনো বন্ধু ছিল না, তিনি জানেন না কীভাবে বন্ধুত্ব করতে হয়। তবে তিনি সংযোগকে গুরুত্ব দেন। যেকোনো মানুষের সাথেই তিনি সেই সংযোগটা অনুভব করেন, একেক ক্ষেত্রে একেকভাবে। এর পরই কথার মোড় ঘুরতে থাকে ভিন্ন দিকে।

বরখা : তোমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে কেউ কোনো কথা বলে না। সামান্য কয়েকজনই বলে, তুমি তাদের মধ্যে একজন। পশ্চিমে কিন্তু এমনটা হয় না।

শাহরুখ : দেখ ওখানে একটা ব্যাপার, মতামত ওখানে অনেক গুরুত্বপূর্ণ এবং সম্মানিত একটা বিষয়। এখানে, তোমার মতামতের সঙ্গে যদি কারোটা না মেলে তখন বিষয়টা গুরুত্ব বা সম্মান ছাড়িয়ে আক্রমণের পর্যায়ে চলে যায়। তুমি কথা বললে তোমার সমস্যায় পড়ার সম্ভাবনা বেশি। আমরা পক্ষ নিয়ে ফেলি। জেতার চেষ্টা করি। একমত না হলেই দ্বন্দ্বে জড়িয়ে পড়ি, মানতে চাই না কোনো কিছু। আমি চাইলে তো অনেক কিছু বলতে পারি। কিন্তু বলি না। বলে কী হবে, আমার তিনদিনের শুট বাতিল হবে, ছবি রিলিজ পাওয়া পিছিয়ে যাবে, এই সেই ঝামেলা। এতে আমার কোনো ভয় নেই, কিন্তু আমার সাথে বহু মানুষের স্বার্থ জড়িয়ে আছে।

বরখা : কিন্তু তুমি তোমার অবস্থান নিয়েছ। আইপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের খেলতে পারার প্রসঙ্গে তোমার অবস্থান নিয়েছ। তোমার মন্তব্যে অনেকে খেপেছে। অন্য বিষয়েও অবস্থান নিয়েছ।

শাহরুখ : সৃষ্টিশীল মানসিকতাকে কোনো কিছু দিয়ে বিচ্ছিন্ন করার তো কোনো মানে হয় না।

বরখা : এসব বিষয় নিয়ে এখন অনেক বাড়াবাড়ি হচ্ছে। গরুর মাংস খাওয়া না খাওয়া বা নিষিদ্ধ করার বিষয়গুলো এখন তর্ক ছাড়িয়ে ভায়োলেন্সের দিকে চলে গেছে। আমরা ভয়াবহরকম অসহিষ্ণুতা দেখতে পাচ্ছি। তোমার কাছে এ বিষয়টা কী ভয়াবহ মনে হচ্ছে না যে কিছু বলতে গেলে বলার পরিস্থিতি থাকছে না, আবার রীতিমতো আক্রমণের শিকার হতে হচ্ছে! এই অসহিষ্ণুতা...

শাহরুখ : এর একটা কারণ হচ্ছে প্ল্যাটফর্মও। হয়তো এখন বেশি প্ল্যাটফর্ম হয়েছে, সবাই এখন বলতে পারে, সেগুলো সবাইকে শোনানোরও উপায় থাকছে। কাজেই এমনো হতে পারে যে এ বিষয়গুলো আগেও ছিল কিন্তু বলার কোনো জায়গা ছিল না! এখন সেটা হয়েছে। আমি ভাবি যে হয়তো ব্যাপারগুলো আগেও এমনই ছিল, এখন কেবল শোনা যাচ্ছে, এই আর কী!

তাই আমি বলব যে যেহেতু কথাগুলো শোনা যাচ্ছে, কাজেই আমাদের একটু দায়িত্বশীল হওয়া উচিত। আরেকটু সহনশীল হওয়া উচিত। একটু দায়িত্ব নিয়ে কথা বলা উচিত। কোনো অবস্থাতেই ধর্মীয় অসহিষ্ণুতা কম গুরুত্বের বিষয় হতে পারে না। একটা ধর্মকে দিনরাত জপে যাওয়া আর আরেকটা ধর্মকে অসম্মান করা, এটা কেমন কথা?

আমি জানি যে আমার কথাটা একটু আজব শোনাবে। তবুও বলব, এভাবে যদি আমাদের দেশে দিনের পর দিন ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে কথা বলতে হয়, তাহলে এটা আমাদের অন্ধকার যুগে ঠেলে নিয়ে যাবে। এই বিষয়টা আমাকে একেবারে স্তম্ভিত করে দিয়েছে। এটা হলো যেকোনো পরিস্থিতিতে সবচেয়ে ভয়ংকর ঘটনা। তুমিই চিন্তা করো যে এসব ঘটনার পর তুমি যখন বাইরে যাবে তুমি কীভাবে মানুষজনের প্রশ্নের উত্তর দেবে? এসব ঘটনা খুবই হতাশাজনক, রীতিমতো শকিং। এসবের যদি পরিবর্তন না হয়, তাহলে আমাদের জন্য বড় দুর্ভাগ্যই অপেক্ষা করছে।

এই প্রসঙ্গে দেশপ্রেম নিয়েও স্পষ্ট করে বলেন বলিউড কিং। ধর্মনিরপেক্ষ মানসিকতা নিয়ে সামগ্রিক অর্থে দেশকে ভালোবাসার কথাই বলেন শাহরুখ। তাঁর কথার মতোই, দেশকে কি আর খণ্ডিতভাবে ভালোবাসা যায়?


মনে পড়ে?


শাহরুখ, সালমানের পর আমির খান। দেশজুড়ে অসহিষ্ণুতার প্রতিবাদে এবার মুখ খুললেন বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট'।

সোমবার দিল্লিতে একটি অনুষ্ঠানে আমির খান জানান, খবরের কাগজ পড়ে এবং টিভি দেখে তিনি আতঙ্কিত। দেশজুড়ে অসিহষ্ণুতার পরিবেশ নিয়ে ভীত তার স্ত্রী কিরণ রাও-ও। বস্তুত কিরণ এবং তিনি এতটাই আতঙ্কিত যে দেশ ছেড়ে চলে যেতে চাইছেন!

গত কয়েক মাস ধরে গোটা দেশজুড়ে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে, সেটি হল অসহিষ্ণুতা। এর আগে অসহিষ্ণুতার বিরুদ্ধে মুখ খুলেছিলেন শাহরুখ খান।

নিজের ৫০তম জন্মদিনে তিনি বলেছিলেন, 'দেশে চরম অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে। এভাবে চলতে থাকলে আমরা কয়েক দিনের মধ্যেই অন্ধকার যুগে ফিরে যাব।'

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এসে অসহিষ্ণুতা নিয়ে সরব হয়েছিলেন অমিতাভ বচ্চন। মুখ খুলেছেন সালমান খান, প্রবীণ সরোদশিল্পী আমজাদ আলি খান প্রমুখ। এবার সেই তালিকায় যুক্ত হলো আমির খানের নাম।

এদিন দিল্লির অনুষ্ঠানে আমির বলেন, 'আমরা কাগজে পড়ছি কী ঘটছে। টিভিতে দেখছি কী ঘটছে এবং অবশ্যই আতঙ্কিত হচ্ছি। কিরণের সঙ্গে যখন এই নিয়ে কথা বলি, ও জিজ্ঞাসা করে, আমাদের কি ভারত ছেড়ে চলে যাওয়া উচিত? ও ওর বাচ্চার জন্য ভীত। আমাদের চারদিকের অবস্থা কী হবে, তা ভেবে ও ভীত। ও এখন খবরের কাগজ কাগজ খুলতে ভয় পায়।'

গজনি ছবির নায়কের মতে, গত ছয়-আট মাস ধরে দেশজুড়ে নিরাপত্তার অভাব এবং আতঙ্ক ক্রমশ বাড়ছে। আমিরের মতে, নিরাপত্তা ও সুবিচারের প্রয়োজনীয়তা সব সমাজেই রয়েছে।

গত কয়েক মাস ধরে অসহিষ্ণুতা নিয়ে তোলপাড় গোটা দেশ। তা সে দাদরিতে গো-মাংস খাওয়ার গুজবে প্রৌঢ় মহম্মদ আখলাখকে পিটিয়ে খুন হোক বা সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত কন্নড় লেখক এম এম কালবুর্গীকে গুলি করে হত্যা।

দিল্লির কেরল ভবনের ক্যান্টিনে গরুর মাংস বিক্রি হওয়ার গুজবে পুলিশের তল্লাশি হোক বা বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরের নাম টিপু সুলতানের নামে করার প্রস্তাব দেওয়ার জন্য বিশিষ্ট নাট্যকার-অভিনেতা গিরিশ কারনাডকে টুইটারে 'কালবুর্গী বানিয়ে দেওয়ার' হুমকি।

আর এই ব্যাপারে স্পষ্ট করে কিছু না বলার জন্য নরেন্দ্র মোদিসহ বিজেপি শীর্ষ নেতৃত্বের দিকেও আঙুল উঠেছে। আন্তর্জাতিক মহলেও সমালোচনা হয়েছে এই সব ঘটনার। কটাক্ষ করতে ছাড়েননি বারাক ওবামা বা ডেভিড ক্যামেরনও।

শেষে ব্রিটেন সফরে গিয়ে সাংবাদিকদের সরাসরি প্রশ্নের মুখে পড়েন মোদি। তখন ভারতকে 'বুদ্ধ-গান্ধীর দেশ' বলে উল্লেখ করে তিনি জানান, অসহিষ্ণুতা বরদাস্ত করা হবে না।

আন্তর্জাতিক মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর এমন বার্তাতেও কিন্তু সন্তুষ্ট হতে পারেননি দেশের বড় সংখ্যক মানুষ।

সেই সুরই আজ ফিরে এলো আমিরের গলায়। এমন একটা অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন, যেখানে একটু আগেও বসেছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি এবং বেঙ্কাইয়া নায়ডু। ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমও।

অবশ্য আমির যখন একথা বলছেন অরুণ আর বেঙ্কাইয়া ততক্ষণে চলে গিয়েছেন। তবে তখনও দর্শকাসনে হাজির বিজেপির দুই হেভিওয়েট নেতা রবিশঙ্কর প্রসাদ এবং রাজীবপ্রতাপ রুডি।

তাদের সামনেই আমির বলেন, 'আমরা কেন্দ্রে বা রাজ্যে পাঁচ বছরের জন্য যাদের নির্বাচিত করেছি, তাদের কাছ থেকে অনেক প্রত্যাশা থাকে। কেউ আইন ভঙ্গ করলে সেই সব নির্বাচিত প্রতিনিধিরা কড়া ব্যবস্থা নেবেন, এটাই আমরা দেখতে পছন্দ করি। এমনটা হলে একটা নিরাপত্তার বোধ তৈরি হয়। কিন্তু যখন তা হয় না, তখন একটা নিরাপত্তার আশঙ্কা তৈরি হয়।'

অসহিষ্ণুতার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদও চলছে। লেখক-শিল্পী-চলচ্চিত্র পরিচালক-বিজ্ঞানীরা তাদের পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। পুরস্কার বা সম্মান ফিরিয়ে দিয়ে প্রতিবাদ কত দূর ঠিক, তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক।

এদিন পুরস্কার বা সম্মান ফিরিয়ে দিয়ে প্রতিবাদ জানানোকেও সমর্থন জানিয়েছেন আমির। তার কথায়, 'পুরস্কার বা সম্মান ফিরিয়ে দিয়ে কোনো সৃষ্টিশীল মানুষ তার অসন্তোষ প্রকাশ করতেই পারেন। এটাই তাদের প্রতিবাদের ভাষা। তাদের দৃষ্টিভঙ্গি।'

এরপরেই আমির জানান, 'যে কোনো অহিংস আন্দোলনেই তার সমর্থন রয়েছে। যতক্ষণ কেউ অহিংস পথে প্রতিবাদ জানান, ততক্ষণ তার প্রতিবাদ করার অধিকারও রয়েছে।'

অসহিষ্ণুতা প্রসঙ্গে বিজেপিকেও এক হাত নিয়েছেন আমির। তিনি বলেন, 'টিভির ডিবেট শো-তে দেখি বর্তমান শাসক দল বিজেপি অসহিষ্ণুতার জন্য বিভিন্ন ঘটনাকে দায়ী করে। তারা বারবার ১৯৮৪ সালের কথা বলে। কিন্তু এটা কোনো কাজের কথা নয়।'

একই সঙ্গে ধর্ম আর সন্ত্রাসবাদীর মধ্যে ফারাক করতে গিয়ে তিনি বলেন, 'কাউকে হিংসাত্মক কাজ করতে দেখলে প্রথমেই আমরা একটা ভুল করে বসি। তাদের হিন্দু সন্ত্রাসবাদী বা মুসলিম সন্ত্রাসবাদী বলে দেগে দেই।'

সূত্র: আনন্দবাজার পত্রিকা


সনি মিউজিক ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইন্ডিয়ার রোমান্টিক এই কাপলের সাথে আমাদের সম্পর্ক শুরু হয়েছে 'কুচ কুচ হোতা হ্যায়' দিয়ে ১৯৯৮ সালে, এরপরে ২০০১ এ 'কাভি খুশি কাভি গাম' এবং তারপরে ২০১০ সালে 'মাই নেইম ইজ খান'। আর এখন ২০১৫ সালে 'দিলওয়ালে'। এই সম্পর্ক আর বড় হচ্ছে।

'দিলওয়ালে' ছবির সঙ্গিত পরিচালনা করেছেন প্রিতম চক্রবর্তী।

দেখুন: বুলগারিয়ায় দিলওয়ালের শুটিংয়ের সময়ে তোলা ছবি:

dilwale 202

dilwale 205

dilwale 201

dilwale 203

dilwale 207

সনি মিউজিক ইন্ডিয়ার বিবৃতিতে বলা হয়েছে, ইন্ড্রাস্টির সেরাদের সাথে যুক্ত হওয়াটা দারুণ একটি সুযোগ। আমরা রোহিত শেঠি, রেড চিলিজ ও প্রিতমের সাথে একত্রিত হয়ে ২০১৫-তেও মিউজিক্যাল ঝড় আনতে যাচ্ছি।


No comments:

Post a Comment