আমাদের কালের কিংবদন্তি অশোক মিত্রের জন্মদিন।। এসেছিলেন নবনীতা দেবসেন, সুজিত পোদ্দারসহ কাছের মানুষরা। 90 বছরে পা দিলেন । এখনো সমান সক্রিয় কলম। চিন্তা । মেধা মনন ।। গর্ব হয় এই মানুষদের সঙ্গে কাজ করতে পারছি বলে। আরেক রকম -- পাক্ষিক নিয়মিত বের হয় তাঁর তাগাদায়। সুজিত পোদ্দারের যত্নে। একাধিক সম্পাদকীয় লেখেন আজো। লেখা বাছাই করেন। লেখা পড়েন । কত কী শেখার আছে। লেখার জন্য তাগাদা দেন।
জিজ্ঞেস করলাম, 10 এপ্রিল চৈত্র মাসের কত তারিখ ছিল? উত্তর দিলেন কবিতায় । 27 চৈত্র । এখনো প্রখর স্মৃতিশক্তি । ফোন করেন স্মৃতি থেকে। খাতা দেখে নয়।
জন্মদিন ১০ এপ্রিল ১৯২৮।
বাঙালির সম্পূর্ণ ভূগোল,ইতিহাস,সংস্কৃতি,সাহিত্য, শিল্প,অর্থ,বাণিজ্য,বিশ্বায়ণ,রুখে দাঁড়াবার জেদ, বৌদ্ধময় ঐতিহ্য, অন্ত্যজ ব্রাত্য বহিস্কৃত শরণার্থী জীবন যাপনকে আত্মপরিচয়,চেতনা,মাতৃভাষাকে রাজনৈতিক সীমানা ডিঙিয়ে আবিস্কার করার প্রচেষ্টা এই ব্লগ,আপনার লেখাও চাই কিন্তু,যে স্বজনদের সঙ্গে যোগাযাগ নেই,তাঁদের খোঁজে এই বাস্তুহারা তত্পরতা,যেখবর মীডিয়া ছাপে না, যারা ক্ষমতার, আধিপাত্যের বলি প্রতিনিয়তই,সেই খবর,লেখা পাঠান,খবর দিন এখনই এই ঠিকানায়ঃpalashbiswaskl@gmail.com
Monday, April 10, 2017
Happy Birthday Dr.Ashok Mitra!His 90th birth anniversary celebrated!
Pl see my blogs;
Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment