পূর্ব মেদিনীপুর জেলা সি পি এম এবার তাড়িয়েই দিল লক্ষ্মণ-ঘনিষ্ঠ ৪ জেলা নেতাকে
আবু রাইহান: হলদিয়া, ২ আগস্ট– এবার সরাসরি দল থেকে তাড়িয়ে দেওয়া হল সি পি এমের পূর্ব মেদিনীপুর জেলার চার নেতা প্রণব দাস, প্রশাম্ত পাত্র এবং অমিয় সাহু এবং বিজন রায়কে৷ প্রথম তিনজন প্রণব দাস, প্রশাম্ত প্রধান এবং অমিয় সাহু জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন৷ বিজন রায় খেজুরি জোনাল কমিটির সম্পাদক ছিলেন৷ শুক্রবারই সি পি এম রাজ্য কমিটির বৈঠকে বিষয়টি অনুমোদিত হয়৷ সেই মতো দলের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠকে দলবিরোধী কাজের জন্য এই চার নেতাকে বহিষ্কার করা হয়৷ উল্লেখ্য, এই নেতাদের বিরুদ্ধে গত লোকসভা ভোটে দলবিরোধী কাজের অভিযোগ উঠেছিল৷ তার তদম্তের পর সি পি এম কিছুদিন আগেই তিন মাসের জন্য সাসপেন্ড করেছিল৷ এবার বহিষ্কার করল৷ গত ২৬ জুলাই পূর্ব মেদিনীপুর জেলা কমিটির বহিষ্কৃত নেতারা লক্ষ্মণ শেঠ ও তমালিকা পন্ডা শেঠদের সঙ্গে লিখিতভাবে দল ছাড়ার চিঠি দিয়েছিলেন জেলা সম্পাদকমণ্ডলীর কাছে৷ এ বিষয়ে সি পি এমের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত সম্পাদক প্রশাম্ত প্রধান জানান, দলবিরোধী কাজের জন্য জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রণব দাস, অমিয় সাহু এবং প্রশাম্ত পাত্রকে সি পি এমের রাজ্য কমিটি তিন মাসের জন্য দল থেকে সাসপেন্ড করেছিল৷ তার পরও এঁরা চুপচাপ বসে না থেকে গত ২৬ জুলাই সি পি এম দল ছাড়ার কথা লিখিতভাবে জানান৷ দলের অনুমতি ছাড়া সাংবাদিক সম্মেলন করেন ও দলের সর্বোচ্চ নেতাদের নামে ভিত্তিহীন অভিযোগ জানিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করেন৷ সি পি এমের গঠনতন্ত্রের ৮বি ধারা অনুযায়ী এঁদের বহিষ্কার করা ছাড়া আর কোনও উপায় ছিল না৷ তবে বহিষ্কৃত অমিয় সাহু জানান, তাঁরা আগেই দল ছাড়ার কথা লিখিত ভাবে জেলা সম্পাদককে জানিয়ে দিয়েছিলেন৷ তার পর এই বহিষ্কারের সিদ্ধাম্ত রীতিমতো হাস্যকর লাগছে৷ অমিয় সাহু জানিয়েছেন, তাঁরা এখন লক্ষ্মণ শেঠের সঙ্গে ‘ভারত নির্মাণ মঞ্চ’ নামে সামাজিক সংগঠন গড়েছেন৷ এই মঞ্চ নিয়ে ব্যস্ত রয়েছেন৷ তাই সি পি এম কি সিদ্ধাম্ত নিল এ-সব নিয়ে তাঁদের আর কোনও মাথাব্যথা নেই৷ উল্লেখ্য, শুক্রবার কলকাতায় এক কনভেনশন করে এই নতুন মঞ্চের কথা ঘোষণা করেছেন লক্ষ্মণ শেঠ৷ মূলত একটি এন জি ও-র সঙ্গে যুক্ত ছিলেন লক্ষ্মণ শেঠ৷ তাঁর বিরুদ্ধে আর্থিক বেনিয়মের অভিযোগ ওঠে দলের মধ্যেই৷ সেই তদম্তের পর দল তাঁকে বহিষ্কারের সিদ্ধাম্ত নেয়৷ এখন যে ‘ভারত নির্মাণ মঞ্চ’ তিনি তৈরি করে সামাজিক আন্দোলনের কথা ঘোষণা করছেন, তাও পরোক্ষে সেই এন জি ও ছাড়া কিছু নয়৷ এই সংগঠনের সঙ্গেই যুক্ত হয়েছেন সদ্য বহিষ্কৃতরা৷ সি পি এম সূত্রে জানা গেছে, জেলার আরও কয়েকজন নেতা-কর্মীর কাজকর্মের ওপর কড়া নজর রাখছে দল৷ প্রয়োজনে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্হা নেওয়া হতে পারে৷ অন্য দিকে শুক্রবার হলদিয়ার ক্ষুদিরাম নগরে সি পি এমের হলদিয়া জোনাল কমিটির অফিসে সি পি এমের রাজ্য কমিটির সদস্য নির্মল জানা-সহ সি পি এম কর্মীদের বাধাদান প্রসঙ্গে সি পি এমের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত সম্পাদক প্রশাম্ত প্রধান জানান, তাঁদের জোনাল পার্টি অফিসে সি পি এমের দলীয় পতাকা নামিয়ে দেওয়া হয়েছে৷ তাই তাঁদের কর্মীরা দলীয় পতাকা তুলতে গিয়েছিল৷ কিন্তু তৃণমূলের কর্মীরা তাতে বাধা দেয় এবং তৃণমূল সরকারের পুলিসও তাঁদের কর্মীদের দলীয় পতাকা তুলতে না দিয়ে ফিরে আসতে বাধ্য করে৷ কিন্তু কারা সি পি এমের হলদিয়া জোনাল কমিটির অফিস থেকে সি পি এমের দলীয় পতাকা নামিয়ে দিয়েছে সে বিষয়টি প্রশাম্তবাবু স্পষ্ট করেননি৷
আবু রাইহান: হলদিয়া, ২ আগস্ট– এবার সরাসরি দল থেকে তাড়িয়ে দেওয়া হল সি পি এমের পূর্ব মেদিনীপুর জেলার চার নেতা প্রণব দাস, প্রশাম্ত পাত্র এবং অমিয় সাহু এবং বিজন রায়কে৷ প্রথম তিনজন প্রণব দাস, প্রশাম্ত প্রধান এবং অমিয় সাহু জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন৷ বিজন রায় খেজুরি জোনাল কমিটির সম্পাদক ছিলেন৷ শুক্রবারই সি পি এম রাজ্য কমিটির বৈঠকে বিষয়টি অনুমোদিত হয়৷ সেই মতো দলের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠকে দলবিরোধী কাজের জন্য এই চার নেতাকে বহিষ্কার করা হয়৷ উল্লেখ্য, এই নেতাদের বিরুদ্ধে গত লোকসভা ভোটে দলবিরোধী কাজের অভিযোগ উঠেছিল৷ তার তদম্তের পর সি পি এম কিছুদিন আগেই তিন মাসের জন্য সাসপেন্ড করেছিল৷ এবার বহিষ্কার করল৷ গত ২৬ জুলাই পূর্ব মেদিনীপুর জেলা কমিটির বহিষ্কৃত নেতারা লক্ষ্মণ শেঠ ও তমালিকা পন্ডা শেঠদের সঙ্গে লিখিতভাবে দল ছাড়ার চিঠি দিয়েছিলেন জেলা সম্পাদকমণ্ডলীর কাছে৷ এ বিষয়ে সি পি এমের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত সম্পাদক প্রশাম্ত প্রধান জানান, দলবিরোধী কাজের জন্য জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রণব দাস, অমিয় সাহু এবং প্রশাম্ত পাত্রকে সি পি এমের রাজ্য কমিটি তিন মাসের জন্য দল থেকে সাসপেন্ড করেছিল৷ তার পরও এঁরা চুপচাপ বসে না থেকে গত ২৬ জুলাই সি পি এম দল ছাড়ার কথা লিখিতভাবে জানান৷ দলের অনুমতি ছাড়া সাংবাদিক সম্মেলন করেন ও দলের সর্বোচ্চ নেতাদের নামে ভিত্তিহীন অভিযোগ জানিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করেন৷ সি পি এমের গঠনতন্ত্রের ৮বি ধারা অনুযায়ী এঁদের বহিষ্কার করা ছাড়া আর কোনও উপায় ছিল না৷ তবে বহিষ্কৃত অমিয় সাহু জানান, তাঁরা আগেই দল ছাড়ার কথা লিখিত ভাবে জেলা সম্পাদককে জানিয়ে দিয়েছিলেন৷ তার পর এই বহিষ্কারের সিদ্ধাম্ত রীতিমতো হাস্যকর লাগছে৷ অমিয় সাহু জানিয়েছেন, তাঁরা এখন লক্ষ্মণ শেঠের সঙ্গে ‘ভারত নির্মাণ মঞ্চ’ নামে সামাজিক সংগঠন গড়েছেন৷ এই মঞ্চ নিয়ে ব্যস্ত রয়েছেন৷ তাই সি পি এম কি সিদ্ধাম্ত নিল এ-সব নিয়ে তাঁদের আর কোনও মাথাব্যথা নেই৷ উল্লেখ্য, শুক্রবার কলকাতায় এক কনভেনশন করে এই নতুন মঞ্চের কথা ঘোষণা করেছেন লক্ষ্মণ শেঠ৷ মূলত একটি এন জি ও-র সঙ্গে যুক্ত ছিলেন লক্ষ্মণ শেঠ৷ তাঁর বিরুদ্ধে আর্থিক বেনিয়মের অভিযোগ ওঠে দলের মধ্যেই৷ সেই তদম্তের পর দল তাঁকে বহিষ্কারের সিদ্ধাম্ত নেয়৷ এখন যে ‘ভারত নির্মাণ মঞ্চ’ তিনি তৈরি করে সামাজিক আন্দোলনের কথা ঘোষণা করছেন, তাও পরোক্ষে সেই এন জি ও ছাড়া কিছু নয়৷ এই সংগঠনের সঙ্গেই যুক্ত হয়েছেন সদ্য বহিষ্কৃতরা৷ সি পি এম সূত্রে জানা গেছে, জেলার আরও কয়েকজন নেতা-কর্মীর কাজকর্মের ওপর কড়া নজর রাখছে দল৷ প্রয়োজনে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্হা নেওয়া হতে পারে৷ অন্য দিকে শুক্রবার হলদিয়ার ক্ষুদিরাম নগরে সি পি এমের হলদিয়া জোনাল কমিটির অফিসে সি পি এমের রাজ্য কমিটির সদস্য নির্মল জানা-সহ সি পি এম কর্মীদের বাধাদান প্রসঙ্গে সি পি এমের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত সম্পাদক প্রশাম্ত প্রধান জানান, তাঁদের জোনাল পার্টি অফিসে সি পি এমের দলীয় পতাকা নামিয়ে দেওয়া হয়েছে৷ তাই তাঁদের কর্মীরা দলীয় পতাকা তুলতে গিয়েছিল৷ কিন্তু তৃণমূলের কর্মীরা তাতে বাধা দেয় এবং তৃণমূল সরকারের পুলিসও তাঁদের কর্মীদের দলীয় পতাকা তুলতে না দিয়ে ফিরে আসতে বাধ্য করে৷ কিন্তু কারা সি পি এমের হলদিয়া জোনাল কমিটির অফিস থেকে সি পি এমের দলীয় পতাকা নামিয়ে দিয়েছে সে বিষয়টি প্রশাম্তবাবু স্পষ্ট করেননি৷
No comments:
Post a Comment