আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৫৩তম জন্মদিন পালন
আজকালের প্রতিবেদন: শনিবার সারা রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৫৩তম জন্মদিন পালন করা হল৷ নবান্নে এদিন সকালে আচার্যের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান অর্থমন্ত্রী অমিত মিত্র৷ পরিবেশিত হয় লোকরঞ্জন শাখার শিল্পীদের কন্ঠে রবীন্দ্রসঙ্গীত৷ আচার্য প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যালের কর্মীরা এদিন শ্রদ্ধার সঙ্গে প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন পালন করেন৷ মানিকতলা মেন রোডে বেঙ্গল কেমিক্যালে এক অনুষ্ঠানে হাজির ছিলেন দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায় এবং রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পান্ডে৷ সংস্হার পানিহাটির কারখানায় আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন ম্যানেজিং ডিরেক্টর ই এ সুব্রক্ষ্মণম, আচার্য প্রফুল্লচন্দ্র রায় কলেজের অধ্যাপক সত্যব্রত ভৌমিক, বিধায়ক নির্মলকাম্তি ঘোষ, শুভঙ্কর ঘোষ প্রমুখ৷ সেখানে আচার্যের জীবনদর্শন নিয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷ এদিকে, বিজ্ঞান মেলা ও বিজ্ঞান নিয়ে আলোচনা এবং বিজ্ঞান বিষয়ক ক্যুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে এবার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবস পালন করছেন সোনারপুরের এ পি নগরের বাসিন্দারা৷ সোনারপুর সম্মিলিত উদ্বাস্তু ও কৃষি সমবায় সমিতির পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল৷ সমিতির ট্রাস্টি বোর্ডের কর্তারা এবং এলাকার বহু বিজ্ঞানপ্রেমী সাধারণ মানুষ জগৎখ্যাত বিজ্ঞানীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন৷ সমিতির পক্ষ থেকে প্রণবেশ মণ্ডল জানান, একসময় সোনারপুরের বাইরের মানুষ এখানে জমি কিনে বাড়িঘর তৈরি করে বসতি গড়েছিলেন৷ তাঁরাই এই জায়গার নামকরণ করেছিলেন বিজ্ঞানী প্রফুল্ল রায়ের নামে৷ প্রতি বছর এই জন্মতিথি পালন করা হয় এলাকার মানুষকে নিয়ে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে৷ এ বছর সেই কর্মসূচি ছাড়াও বিজ্ঞানীর চিম্তাভাবনাকে গুরুত্ব দিয়ে এখানে ৭ দিন ধরে বিজ্ঞান মেলার আয়োজন হতে চলেছে৷ বিজ্ঞানী বলতেন, বিজ্ঞানচর্চা ও শিল্প ছাড়া কোনও জাতির উন্নতি হতে পারে না৷ তাই বিজ্ঞানচর্চাকে বাড়াতে এই বিজ্ঞান মেলার আয়োজন৷ বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা এই মেলায় অংশ নেবে৷ ১৯২২ সালে বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায় কাটোয়া শহরের কাশীরাম দাস বিদ্যায়তনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে আসেন৷ শনিবার প্রফুল্লচন্দ্রের জন্মদিনে এই কাশীরাম দাস বিদ্যায়তনে আয়োজিত ‘বিজ্ঞান দিবস’ অনুষ্ঠানে সেই প্রসঙ্গটিই বারবার উঠে আসে৷ বিদ্যালয়ের ইতিহাস থেকে জানা যায়, অনুষ্ঠানে যোগ দিতে আসা আচার্য প্রফুল্লচন্দ্রকে কাটোয়া রেলস্টেশন থেকে স্কুল-চত্বর পর্যম্ত প্রায় ১ কিমি রাস্তা দিয়ে আনার জন্য ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করেছিলেন বিদ্যালয় কর্তৃপক্ষ৷ কিন্তু বিদ্যালয়ের পড়ুয়ারা ঘোড়ার বদলে নিজেরা গাড়ি টেনে নিয়ে এসেছিলেন সেদিন৷ প্রধান শিক্ষক সুদিনকুমার মণ্ডল বললেন, আমরা এদিন সংক্ষিপ্ত অনুষ্ঠান করেছি৷ পরবর্তীকালে বিজ্ঞানাচার্যকে নিয়ে বড় অনুষ্ঠান করব৷ এদিন কাটোয়া ভারতীভবন হাই স্কুলে বিজ্ঞানাচার্যকে নিয়ে সেমিনার ও স্লাইড শো অনুষ্ঠান হয়৷ কুসংস্কাররোধে প্রফুল্লচন্দ্রের ভূমিকা নিয়ে বক্তব্য পেশ করেন বিজ্ঞান মঞ্চের কাটোয়া জোনাল সম্পাদক বিশিষ্ট বিজ্ঞানী ড. দেবব্রত মুখোপাধ্যায়৷
আজকালের প্রতিবেদন: শনিবার সারা রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৫৩তম জন্মদিন পালন করা হল৷ নবান্নে এদিন সকালে আচার্যের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান অর্থমন্ত্রী অমিত মিত্র৷ পরিবেশিত হয় লোকরঞ্জন শাখার শিল্পীদের কন্ঠে রবীন্দ্রসঙ্গীত৷ আচার্য প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যালের কর্মীরা এদিন শ্রদ্ধার সঙ্গে প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন পালন করেন৷ মানিকতলা মেন রোডে বেঙ্গল কেমিক্যালে এক অনুষ্ঠানে হাজির ছিলেন দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায় এবং রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পান্ডে৷ সংস্হার পানিহাটির কারখানায় আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন ম্যানেজিং ডিরেক্টর ই এ সুব্রক্ষ্মণম, আচার্য প্রফুল্লচন্দ্র রায় কলেজের অধ্যাপক সত্যব্রত ভৌমিক, বিধায়ক নির্মলকাম্তি ঘোষ, শুভঙ্কর ঘোষ প্রমুখ৷ সেখানে আচার্যের জীবনদর্শন নিয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷ এদিকে, বিজ্ঞান মেলা ও বিজ্ঞান নিয়ে আলোচনা এবং বিজ্ঞান বিষয়ক ক্যুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে এবার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবস পালন করছেন সোনারপুরের এ পি নগরের বাসিন্দারা৷ সোনারপুর সম্মিলিত উদ্বাস্তু ও কৃষি সমবায় সমিতির পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল৷ সমিতির ট্রাস্টি বোর্ডের কর্তারা এবং এলাকার বহু বিজ্ঞানপ্রেমী সাধারণ মানুষ জগৎখ্যাত বিজ্ঞানীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন৷ সমিতির পক্ষ থেকে প্রণবেশ মণ্ডল জানান, একসময় সোনারপুরের বাইরের মানুষ এখানে জমি কিনে বাড়িঘর তৈরি করে বসতি গড়েছিলেন৷ তাঁরাই এই জায়গার নামকরণ করেছিলেন বিজ্ঞানী প্রফুল্ল রায়ের নামে৷ প্রতি বছর এই জন্মতিথি পালন করা হয় এলাকার মানুষকে নিয়ে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে৷ এ বছর সেই কর্মসূচি ছাড়াও বিজ্ঞানীর চিম্তাভাবনাকে গুরুত্ব দিয়ে এখানে ৭ দিন ধরে বিজ্ঞান মেলার আয়োজন হতে চলেছে৷ বিজ্ঞানী বলতেন, বিজ্ঞানচর্চা ও শিল্প ছাড়া কোনও জাতির উন্নতি হতে পারে না৷ তাই বিজ্ঞানচর্চাকে বাড়াতে এই বিজ্ঞান মেলার আয়োজন৷ বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা এই মেলায় অংশ নেবে৷ ১৯২২ সালে বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায় কাটোয়া শহরের কাশীরাম দাস বিদ্যায়তনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে আসেন৷ শনিবার প্রফুল্লচন্দ্রের জন্মদিনে এই কাশীরাম দাস বিদ্যায়তনে আয়োজিত ‘বিজ্ঞান দিবস’ অনুষ্ঠানে সেই প্রসঙ্গটিই বারবার উঠে আসে৷ বিদ্যালয়ের ইতিহাস থেকে জানা যায়, অনুষ্ঠানে যোগ দিতে আসা আচার্য প্রফুল্লচন্দ্রকে কাটোয়া রেলস্টেশন থেকে স্কুল-চত্বর পর্যম্ত প্রায় ১ কিমি রাস্তা দিয়ে আনার জন্য ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করেছিলেন বিদ্যালয় কর্তৃপক্ষ৷ কিন্তু বিদ্যালয়ের পড়ুয়ারা ঘোড়ার বদলে নিজেরা গাড়ি টেনে নিয়ে এসেছিলেন সেদিন৷ প্রধান শিক্ষক সুদিনকুমার মণ্ডল বললেন, আমরা এদিন সংক্ষিপ্ত অনুষ্ঠান করেছি৷ পরবর্তীকালে বিজ্ঞানাচার্যকে নিয়ে বড় অনুষ্ঠান করব৷ এদিন কাটোয়া ভারতীভবন হাই স্কুলে বিজ্ঞানাচার্যকে নিয়ে সেমিনার ও স্লাইড শো অনুষ্ঠান হয়৷ কুসংস্কাররোধে প্রফুল্লচন্দ্রের ভূমিকা নিয়ে বক্তব্য পেশ করেন বিজ্ঞান মঞ্চের কাটোয়া জোনাল সম্পাদক বিশিষ্ট বিজ্ঞানী ড. দেবব্রত মুখোপাধ্যায়৷
No comments:
Post a Comment