Saturday, August 2, 2014

বোনকে কটূক্তি: প্রতিবাদ করে মার খেলেন চিত্রসাংবাদিক

বোনকে কটূক্তি: প্রতিবাদ করে মার খেলেন চিত্রসাংবাদিক

আজকালের প্রতিবেদন: সঙ্গী বোনের উদ্দেশে করা কটূক্তির প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে বেধড়ক মার খেতে হল এক চিত্রসাংবাদিককে৷‌ ছিনিয়ে নেওয়া হল তাঁর ক্যামেরা, মোবাইল, টাকা-সহ দরকারি কাগজপত্র৷‌ দাদাকে বাঁচাতে এসে মার খেতে হল বোনকেও৷‌ শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটেছে কল্যাণী সীমাম্তের কাছে তালতলার করবীর পাড়ায়৷‌ বোনকে সঙ্গে নিয়ে এখানে ছবি তুলতে এসেছিলেন পেশায় চিত্রসাংবাদিক সন্দীপ সাহা৷‌ তাঁর বোন জানান, খাল সেতু থেকে নামার সময় ৫৷‌৭ জন যুবক তাঁকে উদ্দেশ্য করে অশালীন মম্তব্য করে৷‌ এর প্রতিবাদ করায় সন্দীপকে মারতে শুরু করে দুষ্কৃতীরা৷‌ দাদাকে বাঁচাতে গিয়ে তিনিও মার খান৷‌ শুনতে হয় অশ্রাব্য গালিগালাজ৷‌ এর পর সন্দীপকে মারতে মারতে গঙ্গার দিকে নিয়ে যায় দুষ্কৃতীরা৷‌ তাঁর ফোন পেয়ে পুলিস এসে পড়ায় দুষ্কৃতীরা সন্দীপকে ফেলে রেখে চম্পট দেয়৷‌ রাতে তাঁকে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয়৷‌ তবে শনিবার বিকেল পর্যম্ত দোষীদের কাউকে গ্রেপ্তার করা যায়নি৷‌ উদ্ধার হয়নি খোয়া যাওয়া ক্যামেরা, মোবাইল, এ টি এম কার্ড বা টাকা৷‌

No comments:

Post a Comment