Monday, June 9, 2014

দুদকের মামলায় সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর এপিএস গ্রেফতার

দুদকের মামলায় সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর এপিএস গ্রেফতার
ঢাকা ৯ জুন:
প্রকাশ : ০৯ জুন, ২০১৪

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার একান্ত সহকারী সচিব (এপিএস) সৌমেন্দ লাল চন্দ শৈলেনকে গ্রেফতার করেছে দুদক। সোমবার বিকেলে দুদকের উপপরিচালক এ কে এম মেসবাহ উদ্দিনের নেতৃত্বে একটি দল শৈলেনকে রাজধানীর বেইলি রোডের নিজ বাসা থেকে গ্রেফতার করে রমনা থানায় সোপর্দ করে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২ জুন শৈলেনের বিরুদ্ধে এক কোটি ১১ লাখ ৮৫ হাজার ৬৩৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে রমনা থানায় মামলা (নম্বর-৫) করে দুদক। মামলার বিবরনে জানা যায়, শৈলেনের বিরুদ্ধে প্রায় ৫০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ  রয়েছে। পটুয়াখালীতে শৈলেনের পাঁচতলা একটি বাড়িসহ রাজধানীতে একাধিক ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া ভারতে অর্থ পাচার ও ৫০৪টি হজ এজেন্সির কাছ থেকে অবৈধভাবে কোটি কোটি টাকা আদায়ে অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
জানা যায়, দেশেই নয় শৈলেন বিদেশেও অর্থ পাচার করে তার দুই ভাই ও বোনকে বাড়িসহ বিপুল সম্পদের মালিক গড়ে তুলেছেন। শৈলেন মন্ত্রীর এপিএস হওয়ার আগে তার দুই ভাই কলকাতার চায়ের দোকানে কাজ করতেন। বর্তমানে শৈলেনের দুই ভাই ও বোন কলকাতায় বিশাল বাড়ি ও ব্যবসা গড়ে তুলেছেন তার পাচার করা টাকায়।

No comments:

Post a Comment